ইসরাইলি নৃশংসতা বন্ধে সম্মিলিত পদক্ষেপ নিতে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের আহ্বান


গাজায় চলমান ইসরাইলি নৃশংসতা বন্ধে জরুরিভিত্তিতে মুসলিম দেশগুলিকে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান।
শনিবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গাজা উপত্যকায় নিরস্ত্র ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি সরকারের নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই অপরাধ বন্ধে ইসলামী দেশগুলোর ঐক্যবদ্ধ এবং তাৎক্ষণিক পদক্ষেপের জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেন। এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মঙ্গলবার থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল। নতুন করে ইসরাইলি হামলায় নিহত হয়েছে ১ হাজারেরও বেশি ফিলিস্তিনি। যাদের বেশিরভাগই নারী ও শিশু।
শুধু তাই নয়, ইসরাইলের সামরিক বিষয়ক মন্ত্রী কাটজ হুমকি দিয়েছেন, যদি হামাস ফিলিস্তিনি ভূখণ্ডে থাকা ইহুদি বন্দিদের মুক্তি না দেয় তবে গাজার কিছু অংশ তাদের সঙ্গে সংযুক্ত করা হবে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।