কক্সবাজারে সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩


ইত্তেহাদ নিউজ,কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় আপন চাচাতো ভাই-বোনদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামায়াত নেতাসহ তিনজন নিহত হয়েছেন।
রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার কুতুপালং পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি আরিফ হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন- কুতুপালং বাজার জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং তার বোন শাহিনা বেগম। নিহত মাওলানা আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুতুপালং ইউনিয়ন শাখার আমির।
কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, আপন চাচাতো ভাইদের মধ্যে সীমানা প্রাচীর নিয়ে ঝগড়া হয়। আমি এখন হাসপাতালে আছি। তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কুতুপালং বাজার মসজিদের খতিবও রয়েছে এবং বাকি দুজন মান্নান এবং তার বোন শাহিনা। তারা সবাই আপন চাচাতো ভাই-বোন।তিনি আরও বলেন, মৃত তিনজনের মধ্যে জামায়াত আমির মাওলানা আব্দুল্লাহ আল মামুন একপক্ষ এবং অন্যপক্ষের মান্নান এবং তার বোন শাহিনা মারা গেছে।
ওসি আরিফ হোসেন বলেন, সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আমরা এ বিষয়ে এখনো কাজ করছি, পরে বিস্তারিত জানাব।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।