বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও কফিন মিছিল


বরিশাল অফিস : প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিনব পন্থায় কফিন মিছিল করেছেন। বুধবার রাত সোয়া ৮টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল কুয়াকাটা মহাসড়কে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, ৪ দফা দাবিতে গত ১ সপ্তাহ যাবত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা; কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কোনো দাবি পূরণ করেনি এমনকি বিষয়গুলোতে কর্ণপাতও করা হচ্ছে না। এ কারণে আজ রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত আখ্যা দিয়ে অভিনব কফিন মিছিল করা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলে পুনর্বহাল করা, রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণ এবং ফ্যাসিবাদ ও স্বৈরাচারের সমর্থক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।