বাংলাদেশ ঢাকা

বনানী’তে জমকালো আয়োজনে হাই ফ্যাশন গ্যালারির নতুন শোরুমের উদ্বোধন

Messenger creation B2C5B2B7 FE09 4B56 A1CC EFD84EC8FB52
print news

ইত্তেহাদ নিউজ,ঢাকা:  স্থানীয় বাজারে রুচিশীল গ্রাহক’দের জন‍্য নতুন মাত্রা যোগ করতে “হাই ফ্যাশন গ্যালারি”-র ৪র্থ ফার্নিচার শোরুমের বনানী’তে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু।

এ সময় বরকত উল্লা বুলু বলেন, “ফার্নিচার শিল্প এখন দেশের একটি সম্ভাবনাময় খাত।  উদ্যোক্তারা যদি এমন আধুনিক ও রুচিশীল উদ্যোগে এগিয়ে আসে, তাহলে তা কর্মসংস্থান ও অর্থনীতিতে বড় অবদান রাখবে।”

শোরুমটিতে ঘর সাজানোর জন্য আধুনিক ডিজাইনের সোফা, বেড, ওয়ার্ডরোব, ডাইনিং টেবিলসহ নানা রকম ঘরোয়া ও অফিস ফার্নিচার রয়েছে।

হাই-ফ‍্যাশন গ‍্যালারী ব‍্যবস্থাপনা পরিচালক আলহ্বাজ গণী আহমেদ জানান,স্থানীয় গ্রাহকদের জন্য মানসম্মত ও ট্রেন্ডি ফার্নিচার সাশ্রয়ী মূল্যে সরবরাহ করাই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,আলহাজ্ব মোশারফ হোসেন,পরিচালক মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড,রিহ‍্যাবের সভাপতি ওয়াহিদুজ্জামান,মোঃ আলাউদ্দিন,চেয়ারম্যান, স্টার লাইন গ্রুপ।আলহাজ্ব গণি আহমেদ,ম্যানেজিং ডিরেক্টর এন্ড চেয়ারম্যান হাই- ফ্যাশন গ্যালারি লিমিটেড।
রোকসানা আক্তার পরিচালক, হাই-ফ্যাশন গ্যালারি লিমিটেড,আশিকুর রহমান, নির্বাহী পরিচালক,হাই-ফ্যাশন গ্যালারি লিমিটেড.মোঃ নুরুর নবী নির্বাহী,পরিচালক,অপারেশন,মোঃ সেলিম মিয়া জিএম, সেলস এন্ড মার্কেটিং.শহিদুল ইসলাম লিটন, জিএম, একাউন্স।স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী প্রতিনিধি, এবং ফার্নিচার পণ্যের আগ্রহী ক্রেতারা।অতিথিরা শোরুম ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের এই প্রয়াসকে সাধুবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.