সাবেক এমপি জেবুন্নেসা কারাগারে


বরিশাল অফিস : বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার দুপুরে জেবুন্নেছা আফরোজকে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক হাবিবুর রহমান এই আদেশ দেন।এর আগে আসামি পক্ষের আইনজীবী তার জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।ওসি মিজান বলেন, জেবুন্নেছাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার পদস্থগিত হওয়া যুগ্ম সদস্য মারজুক আব্দুল্লাহের একটি বিস্ফোরক মামলায় তাকে শোন অ্যারেস্ট করা হয়েছে। এই মামলায় রাষ্ট্রপক্ষ থেকে শোন অ্যারেস্টের আবেদন করা হয়েছিল। আদালত মামলাটি যাচাই শেষে দৃশ্যমান গ্রেপ্তারের আদেশ দেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।