ড. ইউনূস-তারেক: দুই ঘণ্টার ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক,সরকার ও বিএনপির ‘দূরত্ব কমবে


অনলাইন ডেস্ক : যুক্তরাজ্য সফরে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সফরেই তার সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ হতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ১৩ জুন (শুক্রবার) তাদের মধ্যে সাক্ষাৎ হতে পারে। একই সঙ্গে একটি ‘ওয়ান টু ওয়ান’ বৈঠকও হতে পারে।বিএনপির একটি উচ্চ পর্যাযের সূত্রে এমনটাই জানা গেছে।
ইউনূস-তারেক বৈঠক কোথায় কখন?
দলটির একাধিক সূত্র জানায়, ড. ইউনূস ও তারেক রহমানের সাক্ষাৎ ও বৈঠক হবে লন্ডনের ডরচেস্টার হোটেলে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বৈঠকটি নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তারেক রহমানকে আমন্ত্রণও জানানো হয়েছে।
বিএনপির একটি উচ্চ পর্যাযের সূত্র জানায়, আগামী ১৩ জুন স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দুই ঘণ্টাব্যাপী হতে পারে এ বৈঠক।বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের এই সাক্ষাৎ বিশেষ গুরুত্ব বহন করছে বলে ধারণা করা হচ্ছে।
ইউনূস-তারেক বৈঠকে কী আলোচনা হতে পারে?
ধারণা করা হচ্ছে, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন গুরত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে।এ বিষয়ে গত সোমবার রাতে (৯ জুন) বিএনপির স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক হয়েছে। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ নিয়ে নেতাদের সঙ্গে শলাপরামর্শ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের এজেন্ডা নিয়ে আলোচনা করবেন তারেক রহমান। তা ছাড়া দেশে ফেরার বিষয় নিয়েও আলোচনা করতে পারেন তিনি।
সরকার ও বিএনপির ‘দূরত্ব কমাবে
লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠককে বিএনপি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ও দেশের রাজনীতির ‘টার্নিং পয়েন্ট’ বললেও কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক একে দেখছেন সরকার ও বিএনপির মধ্যকার ‘দূরত্ব কমানোর’ প্রচেষ্টা হিসেবে। রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা, নির্বাচন ও সংস্কার এগিয়ে নিতে এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
নির্বাচন, সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছিলো। যার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে প্রধান উপদেষ্টার জাপান সফরে তার একটি মন্তব্যকে ঘিরে। পরবর্তীতে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই তুমুল আলোচনায় আসে লন্ডনে ড. ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের খবরে।
প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর গত বছরের ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দেন তিনি। এরপর নভেম্বরে আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। গত ডিসেম্বরে ড. ইউনূস ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিশর সফর করেন।
চলতি বছরের জানুয়ারিতে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দেন তিনি। এরপর মার্চে চীন সফর করেন ড. ইউনূস। এপ্রিলে থাইল্যান্ড সফর এবং কাতার ও ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করেন প্রধান উপদেষ্টা।সবশেষ, গত মাসের (মে) শেষের দিকে জাপান সফর করেন সরকারপ্রধান।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।