তজুমুদ্দিনে প্রাইমারি স্কুলের নিয়োগ বানিজ্য সিন্ডিকেট হোতা প্রতারক সামিয়া গ্রেফতার


ইত্তেহাদ নিউজ,ভোলা : ভোলা জেলাধীন তজুমুদ্দিন উপজেলা প্রাইমারি স্কুলের নিয়োগ বানিজ্য সিন্ডিকেটের তিন সহোদর মোর্শেদ, হেমায়েত ও ইব্রাহিম প্রাইমারি স্কুলে চাকরিতে টিকিয়ে দিবে বলে দীর্ঘ কয়েক বছর যাবত মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
মামলার অভিযোগ সুত্রে জানা যায়, প্রাইমারি শিক্ষক তিন প্রতারক সহোদরের একজন ইব্রাহিম খন্দকার এর বিরুদ্ধে চরফ্যাশন থানায় সি আর ৪৯৩/৪৯৮ দুই টা মামলা রয়েছে। তার সহযোগী স্ত্রী সামিয়া আফরোজ অনুর মাধ্যমে বিভিন্ন মানুষকে চাকরী দেয়ার নামে প্রতারণার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেন বলে মামলার সুত্র জানায়। ইব্রাহীম এবং সামিয়া আফরোজ অনুর নামে রুপালী ব্যাংক তজুমুদ্দিন শাখা সহ বিভিন্ন ব্যাংকে একাধিক একাউন্টে নিয়োগ বানিজ্যের টাকা আদান প্রদান করতেন। টাকার জন্য চাপসৃষ্টি করলে কিছু কিছু পাওনাদারকে ব্যাংকের চেক প্রদান করেন। কিন্তু ব্যাংকে গিয়ে দেখেন একাউন্টে টাকা নেই। এসব কারনে তিন সহোদর শিক্ষক গা ঢাকা দেন। সামিয়া আফরোজ অনু চরফ্যাশন উপজেলা মিজানুর রহমান এর কাছ থেকে প্রতারণার ফাঁদে ফেলে ২২৫০০০( দুই লক্ষ পচিঁশ হাজার) টাকা নিয়েছেন। তারা অনেক চেষ্টা করেও টাকা উদ্ধার করতে না পেরে চরফ্যাশন আদালতে অভিযোগ দাখিল করেন। ঈদে বাড়িতে আসলে সামিয়া আফরোজ অনুকে তজুমুদ্দিন থানা পুলিশ গ্রেফতার করে জেল-হাজতে প্রেরন করেন।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মোহাব্বত খান জানান, চরফ্যাশন আদালতের জিআর ৫০৭/২৪ নং মামলায় ৪০৬/৪২০ ধারায় গ্রেফতারী ফরোয়ানায় সামিয়া আফরোজ অনু নামে একজনকে আটক করে কোর্টে সোপর্দ করা হয়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।