লাইফ স্টাইল

পাঁচটি বিষয় মানলে আপনার জীবন সুখী

Untitled 1 Recovered Recovered 20250610051747
print news

অনলাইন ডেস্ক : ‘সুখ’ শব্দটির পেছনে ছুটছে গোটা মানবজাতি। কারো কাছে সুখ মানে অঢেল অর্থ, কারো কাছে ভালোবাসা, আবার কারো কাছে শান্তি আর প্রশান্তির জীবন।

কিন্তু সুখ কি শুধু বাহ্যিক কিছু অর্জনের নাম? মনোবিজ্ঞান বলছে, সুখ মূলত একটি অভ্যন্তরীণ অবস্থা, যা আমরা নিজেরাই গড়ে নিতে পারি। এই লেখায় আলোচনা করা হবে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেগুলো মেনে চললে আপনার জীবন হতে পারে আরও শান্তিময়, অর্থবহ ও সুখী।

১. কৃতজ্ঞতা চর্চা করুন

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটু থেমে চিন্তা করুন—জীবনে কী কী পেয়েছেন। সুস্থ দেহ, প্রিয়জন, মাথার ওপর ছাদ, দু’বেলা খাবার—এগুলোই কি যথেষ্ট নয় সুখের জন্য? কৃতজ্ঞতা এমন একটি চর্চা, যা আপনাকে অতীতের আফসোস আর ভবিষ্যতের ভয় থেকে মুক্তি দিয়ে বর্তমানের আনন্দ অনুভব করতে শেখায়।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, যারা প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করেন, তারা মানসিকভাবে অধিক স্থিতিশীল, কম বিষণ্ণ এবং সামাজিক সম্পর্কেও অধিক সফল।

আপনি একটি ডায়েরি রাখতে পারেন, যেখানে প্রতিদিন রাতে অন্তত তিনটি ভালো বিষয় লিখে রাখবেন- যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ। এভাবে আপনি ধীরে ধীরে জীবনের প্রতি একটি ইতিবাচক মনোভাব গড়ে তুলবেন।

২. সম্পর্ককে প্রাধান্য দিন

সুখের অন্যতম প্রধান উৎস হলো মানবিক সম্পর্ক। পরিবার, বন্ধু, জীবনসঙ্গী কিংবা সহকর্মীদের সঙ্গে গভীর সম্পর্ক আমাদের মানসিক স্বাস্থ্য উন্নত করে এবং একাকিত্ব দূর করে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ‘Harvard Study of Adult Development’ নামক গবেষণা দীর্ঘ ৮০ বছরেরও বেশি সময় ধরে মানুষকে পর্যবেক্ষণ করে দেখেছে—অর্থ, খ্যাতি কিংবা পেশাগত সফলতা নয়, বরং ঘনিষ্ঠ সম্পর্কই মানুষকে প্রকৃত সুখ দেয়।

তাই সময় দিন প্রিয় মানুষদের। মোবাইল স্ক্রিনের বদলে পরিবারের সঙ্গে এক কাপ চায়ের সময় কাটান, পুরোনো বন্ধুকে ফোন করুন। সম্পর্ক যত গভীর হবে, জীবন তত শান্তিময় হবে।

৩. তুলনা নয়, আত্মবিশ্বাসে বাঁচুন

আজকের সোশ্যাল মিডিয়াপ্রবণ সমাজে আমরা প্রায়শই নিজের জীবনকে অন্যের জীবন দেখে বিচার করি। কেউ ঘুরছে বিদেশে, কেউ কিনছে দামি গাড়ি, কেউ পাচ্ছে প্রমোশন—আর আপনি তখন ভাবেন, ‘আমি কিছুই করতে পারলাম না।’ এই তুলনাই ধীরে ধীরে জন্ম দেয় হীনমন্যতা, বিষণ্ণতা ও হতাশা।

কিন্তু একজন মানুষের গল্পের একটি অধ্যায় দেখে আপনি তার জীবনের মূল্যায়ন করতে পারবেন না। নিজেকে বুঝতে শিখুন, নিজের শক্তি ও সীমাবদ্ধতা মেনে নিন। আত্মবিশ্বাস ও আত্মসম্মানবোধ গড়ে তুলুন। মনে রাখবেন—আপনার পথ আপনার মতোই; কারো সঙ্গে মিলবে না।

আপনি যদি প্রতিনিয়ত নিজেকে একটু একটু করে উন্নত করার দিকে মনোযোগ দেন, তবে বাইরের তুলনা কখনোই আপনার মন থেকে সুখ কেড়ে নিতে পারবে না।

৪. সাদামাটা জীবনের সৌন্দর্য খুঁজুন

বিখ্যাত দার্শনিক লাওৎসু বলেছেন, ‘সহজ জীবনই শান্ত জীবন।’ আমরা অনেকেই মনে করি—বড় বাড়ি, দামি গাড়ি, বিলাসবহুল জীবনযাপনই সুখের চাবিকাঠি। অথচ বাস্তবতা হলো, অধিক ভোগ-বিলাস সুখ বাড়ায় না, বরং চাপ তৈরি করে।

আপনার আশেপাশে তাকান—একটা ছোট ফুলগাছের পাতা, শিশুর হাসি, বিকেলের সূর্য, অথবা বৃষ্টির শব্দ—এই সাদামাটা জিনিসগুলোর মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃত সুখ।

আপনি যদি প্রতিদিন কিছুটা সময় প্রকৃতির সঙ্গে কাটাতে পারেন, কিছুটা সময় নিজেকে দিতে পারেন, কিছুটা সময় বই পড়তে পারেন—তাহলে দেখবেন জীবনের ছোট ছোট মুহূর্তই আপনাকে গভীর শান্তি দিচ্ছে।

জীবনকে জটিল করে তুলবেন না। যত সহজভাবে ভাববেন, তত মানসিক চাপ কমবে, আর সুখের অনুভূতি বাড়বে।

৫. ক্ষমা করতে শিখুন

ক্ষোভ, রাগ, প্রতিশোধের চিন্তা—এগুলো শুধু আপনার মনকে ভারাক্রান্ত করে তোলে। অনেক সময় দেখা যায়, কোনো একটি কষ্টকর অভিজ্ঞতা বা কারো সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের স্মৃতি আমরা বহু বছর বয়ে বেড়াই, অথচ তাতে যার ক্ষতি হয় সবচেয়ে বেশি, সে হলো—আমরাই।

ক্ষমা করা মানে অপরাধকে বৈধতা দেওয়া নয়; বরং নিজেকে অভিশাপমুক্ত করা। আপনি যদি কাউকে ক্ষমা করতে পারেন, তাহলে মানসিকভাবে আপনি হালকা বোধ করবেন।

বিশ্বজুড়ে পরিচালিত বহু গবেষণায় দেখা গেছে—ক্ষমাশীল ব্যক্তিরা মানসিকভাবে বেশি সুখী, তাদের হতাশা ও উদ্বেগ কম, এমনকি শারীরিকভাবেও তারা তুলনামূলকভাবে সুস্থ।

তাই অতীতকে ছেড়ে দিন, রাগকে বিদায় জানান এবং ক্ষমার মাধ্যমে নিজের মনকে হালকা করুন।

জীবনে সুখ পেতে চাইলে প্রথমে নিজেকেই বদলাতে হয়। কৃতজ্ঞ মন, গভীর সম্পর্ক, আত্মবিশ্বাস, সরল জীবন এবং ক্ষমাশীলতা—এই পাঁচটি বিষয় মানলে আপনি কেবল বাহ্যিক নয়, অন্তর থেকে এক গভীর সুখের সন্ধান পাবেন।

সুখ কোনো গন্তব্য নয়—এটা হলো প্রতিদিনের যাত্রাপথ। আর সেই পথ যদি হয় আত্মজ্ঞান, মমতা ও ইতিবাচকতার আলোয় আলোকিত, তবে জীবন হয়ে উঠবে সত্যিকার অর্থেই সুখী।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.