লাইফ স্টাইল

সঙ্গী রেগে থাকলে কী করবেন

Untitled 1 20250609070353
print news

অনলাইন ডেস্ক : সম্পর্ক মানেই প্রেম, আস্থা, হাসি ও ভালোবাসা—তবে এর মধ্যেই লুকিয়ে থাকে মন খারাপ, রাগ, অভিমান ও ভুল বোঝাবুঝির মতো জটিল আবেগ। আপনি যতই আন্তরিক হোন না কেন, জীবনের কোনো না কোনো পর্যায়ে প্রিয় সঙ্গীর রাগের মুখোমুখি হতেই হবে। এটি স্বাভাবিক। কিন্তু এই রাগের মুহূর্তে আপনি কীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন—এটাই বলে দেবে সম্পর্কের স্থায়িত্ব, গভীরতা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধের মান।

সঙ্গী যখন রেগে যান, তখন তাকে কেবল শান্ত করা নয়, বরং বোঝা, গ্রহণ করা এবং সম্মান করার দক্ষতাই আসল চাবিকাঠি। আসুন জেনে নিই—আপনার সঙ্গী রেগে থাকলে কী কী বিষয় মাথায় রাখবেন এবং কীভাবে সেই পরিস্থিতি পরিচালনা করবেন।
তৎক্ষণাৎ জবাব না দিয়ে শুনুন মনোযোগ দিয়ে

রাগের মুহূর্তে অধিকাংশ মানুষ আসলে চায় যে, কেউ তাদের কথাগুলো শ্রদ্ধাভরে শুনুক। আপনি যদি সঙ্গে সঙ্গেই আত্মপক্ষ সমর্থন করতে যান কিংবা পাল্টা অভিযোগ তোলেন, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। বরং চুপ করে মনোযোগ দিয়ে শুনুন। চোখে চোখ রেখে মাথা নাড়ুন, মাঝে মাঝে বলুন—‘আমি বুঝতে চেষ্টা করছি’ কিংবা ‘তুমি ঠিক কী বলতে চাচ্ছ, সেটা বুঝি।’ এ ধরনের প্রতিক্রিয়া সঙ্গীর মন শান্ত করতে সাহায্য করে।
তর্ক না করে অনুভূতির মূল্য দিন

রাগের সময় যেকোনো মানুষ কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে, ফলে যুক্তির চেয়ে আবেগই তখন নিয়ামক হয়। আপনি যদি যুক্তি দিয়ে জিততে চান, তাহলে হয়তো আপনি কথায় জিতবেন, কিন্তু হারাবেন সম্পর্কের উষ্ণতা। সঙ্গীর অনুভূতিকে মূল্য দিন—বলুন, ‘তোমার কষ্টটা আমি অনুভব করছি’ অথবা ‘তুমি কষ্ট পেয়েছ, এটা আমি বুঝতে পারছি।’ এমন কথা সম্পর্কের জট সহজেই খুলে দেয়।

রাগের কারণটা খুঁজে বের করুন, উপসর্গ নয়

অনেক সময় ছোট একটা বিষয় নিয়েও সঙ্গী রেগে যান। বাইরে থেকে দেখে মনে হয়, এমন তুচ্ছ বিষয় নিয়ে কী করে কেউ এতটা রেগে যেতে পারে? কিন্তু বাস্তবে এটি হয়তো অনেক দিন ধরে জমে থাকা অভিমান, অবহেলা বা একঘেয়েমির বহিঃপ্রকাশ মাত্র।

সুতরাং আপনি কেবল ঘটনাটি নিয়ে না ভেবে ভাবুন—পেছনে অন্য কোনো অভাব, অনুভূতিহীনতা বা অব্যক্ত প্রত্যাশা কাজ করছে কি না। আপনি চাইলে জিজ্ঞেস করতে পারেন, ‘এটা কি কেবল আজকের ব্যাপার, না কি আরও কিছুদিন ধরেই তুমি এমনটা অনুভব করছো?’

স্পেস দিন—কিছু সময় একা থাকতে দিন

সবার আবেগ প্রকাশের ধরন একরকম হয় না। কেউ কেউ চায় সঙ্গে সঙ্গে মীমাংসা, আবার কেউ কেউ একটু সময় নিয়ে নিজেকে গুছিয়ে নিতে চায়। আপনার সঙ্গী যদি রাগের সময় একা থাকতে চান, তাহলে সেটা দিন। জোর করে কথা বলার চেষ্টা না করে বলুন, ‘তুমি যদি একটু সময় চাও, আমি অপেক্ষা করব। যখন তুমি প্রস্তুত, তখন আমরা কথা বলব।’ এ ধরনের সংবেদনশীলতা সম্পর্কের ভিত্তিকে করে তোলে আরও দৃঢ়।

রাগকে ছোট করে দেখাবেন না

রাগকে তাচ্ছিল্য করা বা সঙ্গীর আবেগকে উপহাস করা সম্পর্কের জন্য অত্যন্ত ক্ষতিকর। কখনো বলবেন না—‘তুমি এসব নিয়ে রাগ করো কেন?’ বা ‘তুমি তো সব সময় এমন করো।’ বরং বলুন—‘তুমি যা অনুভব করছ, সেটা গুরুত্বপূর্ণ। আমি চাই, আমরা একসঙ্গে এই বিষয়টা বুঝে নিই।’ এমন কথা আপনার সঙ্গীকে ভীষণভাবে স্বস্তি দেবে।
দুঃখ প্রকাশ করুন, দোষ না হোক তবু

অনেক সময় আপনি হয়তো কোনো ভুলই করেননি, তবু পরিস্থিতি এমন দাঁড়ায় যে, সঙ্গী কষ্ট পান বা রেগে যান। এমন সময় আপনি যদি বলেন, ‘আমি দুঃখিত, আমার কারণে তুমি কষ্ট পেয়ে থাকলে’—তাহলে সঙ্গী নিজেই উপলব্ধি করবেন আসল বিষয়টি। এটি কৃতজ্ঞতা, পরস্পরের প্রতি সম্মান ও ভালোবাসার নিদর্শন।

ভাষা ও শরীরের ভঙ্গিমায় নম্রতা রাখুন

রাগের মুহূর্তে আপনার শরীরী ভাষা যেন না হয় প্রতিরোধমূলক বা আগ্রাসী। হাতের ভঙ্গি, মুখভঙ্গি, চোখের চাহনি—সব কিছুতেই থাকা উচিত নম্রতা ও সহমর্মিতা। উচ্চস্বরে কথা বলা, চোখ রাঙানো, কিংবা কটাক্ষ করা—এসব থেকে বিরত থাকুন।

সমাধান খুঁজুন, না-জানা উত্তর নয়

একটি বিষয় নিয়ে সঙ্গী রেগে থাকলে, সমস্যাটিকে ‘আমি বনাম তুমি’ হিসেবে না দেখে দেখুন—‘আমি ও তুমি বনাম সমস্যা’। মানে হলো, দু’জনে মিলে সমস্যার বিরুদ্ধে কাজ করতে হবে, একে অপরের বিরুদ্ধে নয়।

প্রশ্ন করতে পারেন—‘তাহলে আমরা কী করলে তোমার ভালো লাগবে?’ কিংবা ‘আমরা কীভাবে বিষয়টা আগামী বার এড়াতে পারি?’ এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি সম্পর্ককে টিকিয়ে রাখতে দারুণ কার্যকর।

রাগ পেরিয়ে ভালো সময় কাটান

সঠিকভাবে রাগের সময়টি পার করতে পারলে, তার পরে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। একসঙ্গে বসে প্রিয় সিনেমা দেখা, প্রিয় খাবার রান্না করা কিংবা একান্তে হাঁটতে যাওয়া—এসব আপনাকে নতুন করে একে অপরের সান্নিধ্য উপভোগ করতে সাহায্য করবে।

রাগের মুহূর্ত শুধু ঝগড়ার নয়, বরং বোঝাপড়া গভীর করারও সুযোগ। আপনি যদি ধৈর্য, সহমর্মিতা ও ভালোবাসা দিয়ে তা পার করতে পারেন, তাহলে সম্পর্ক হবে আরও দৃঢ়, আরও নির্ভরযোগ্য।

ভালোবাসুন, সম্মান দিন

রাগ সম্পর্কের অবিচ্ছেদ্য অংশ—তবে তা যদি ভালোভাবে পরিচালিত হয়, তবে সম্পর্ক আরও পরিণত ও বিশ্বাসভাজন হয়ে ওঠে। সঙ্গী রেগে থাকলে কী করবেন, এটি জানার চেয়েও জরুরি হলো—আপনি সেটা কীভাবে করছেন। ভালোবাসা মানেই শুধু আনন্দ নয়, কষ্টের সময় একে অপরের পাশে দাঁড়ানো, বোঝা এবং শ্রদ্ধা করা। তাই পরের বার সঙ্গী রেগে গেলে মনে রাখুন—আপনার প্রতিক্রিয়াই নির্ধারণ করবে সম্পর্কের গতি ও গভীরতা। শান্ত থাকুন, ভালোবাসুন, সম্মান দিন।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.