আ.লীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা


ইত্তেহাদ নিউজ,খুলনা : খুলনায় জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী (৭০)। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শনিবার দুপুরে মহানগরীর ফুলবাড়ীগেট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে বেগ লিয়াকত আলী গা ঢাকা দিয়েছিলেন। তার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ একাধিক মামলা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তার বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন।
দুপুরে তিনি ফুলবাড়ীগেট বাজারে এলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ তাকে ঘিরে ধরে গণধোলাই দেয় এবং খানজাহান আলী থানায় সোপর্দ করে।
খানজাহান আলী থানার ওসি মো. কবির হোসেন জানান, বেগ লিয়াকত আলী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে এবং তিনি কিছুদিন আগেই একটি মামলায় জামিনে মুক্তি পেয়েছিলেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।