ক্ষেপণাস্ত্র হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব


অনলাইন ডেস্ক : ইরানে ইসরায়েলের বোমাবর্ষণ এবং তেল আবিব লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
বাংলাদেশ সময় ভোর ৫টা ১২ মিনিটে এক এক্স বার্তায় এ আহ্বান জানান তিনি।
গুতেরেস বলেন, ‘ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি বোমাবর্ষণ। তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। যথেষ্ট হয়েছে। এবার থামার সময়। শান্তি ও কূটনীতির জয় হতে হবে। ’
গণমাধ্যমের খবরে জানা যায়, কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি তেল আবিবে আঘাত হেনেছে। যার ফলে তেল আবিব এবং আশপাশের এলাকায় আংশিক ধ্বংসাত্মক ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।
এর আগে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আইরন ডোম’ সক্রিয় হয়ে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংসের চেষ্টা চালালেও কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হানায় সক্ষম হয়।
ইসরায়েলি সামরিক বাহিনী সাধারণ জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে এবং বলেছে, নিরাপদ জায়গা ছেড়ে বের হওয়া শুধুমাত্র স্পষ্ট নির্দেশনা আসার পরই সম্ভব।
ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানিয়েছে, দক্ষিণের এলাত ও আরাভা এলাকায় সন্দেহজনক ড্রোন ধ্বংস করেছে।
শুক্রবার ইসরায়েল প্রথমে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। পরে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালায়। এখন দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।