বাংলাদেশ ঢাকা

দেশে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের প্রবেশাধিকার নিষিদ্ধ করতে হবে

politician 20250615093824
print news

অনলাইন ডেস্ক : ‘জুলাই ঘোষণাপত্রকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের অ্যাজেন্ডা মনে করা উচিত হবে না। জাতীয় স্বার্থে জুলাই ঘোষণাপত্র প্রয়োজন।শনিবার (১৪ জুন) বিকেলে ‘জুলাই ঘোষণাপত্র প্রস্তাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

বক্তারা বলেন, জুলাই বিপ্লবকে পূর্ণাঙ্গ রূপ দিতে হলে ঘোষণাপত্রের মাধ্যমে সাংবিধানিকভাবে দেশে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের প্রবেশাধিকার নিষিদ্ধ করতে হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এম শাহীদুজ্জামান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিদেশ সফর মোটেও ভালো লাগেনি উল্লেখ করে তিনি বলেন, আমি আমার আস্থা হারাচ্ছি প্রফেসর ইউনূসের ওপরে। এতগুলো দিন আমি প্রফেসর ইউনূসকে পূজা করতাম। তার পক্ষে সবকিছু বলতাম। কিন্তু আজকে আমি প্রথমবার বলতে বাধ্য হচ্ছি যে তিনি এখন অন্যদের হাতের পুতুলে পরিণত হতে পারেন।

তিনি আরও বলেন, ছাত্ররা যে জীবন দিল, তার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হওয়া উচিত নয়। এটা অনৈতিক। আওয়ামী লীগকেও চিরতরে এ দেশ থেকে বের করতে হবে। প্রধান উপদেষ্টাকে ছাত্রদের বলা উচিত যে তিনি যে পথে যাচ্ছেন, সে পথ তাদের না।

আলোচনা সভার সভাপতিত্ব করেন এনডিজের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ হাসান নাসির। জুলাই ঘোষণাপত্রে ছাত্র–জনতার আকাঙ্ক্ষা পূরণ হতে হবে উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে যুক্ত হতে হবে স্বৈরাচার আমলের সব গুম, হত্যার বিচার। বিচারের ব্যাপারে ছাড় দেওয়া যাবে না। গত ১৮ বছরে রাষ্ট্রীয় সংস্থা যত ধ্বংস করা হয়েছে, সেগুলোর সংস্কার এবং পুনর্গঠনের বিষয় থাকতে হবে।আলোচনায় অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব বলেন, দেশে এমন একটা আবহ তৈরি করা হচ্ছে যেকোনো নির্বাচন দরকার নেই। কিন্তু নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, সংস্কার করতে হবে। আওয়ামী লীগের বিচারও করতে হবে। নিজেদের মধ্যে যেন অনৈক্য তৈরি না হয়। অনৈক্য তৈরি হলে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।

জুলাই ঘোষণাপত্র লাগবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দীন মাহাদী বলেন, এ বিষয়ে সবাইকে একমত হতে হবে। এ ঘোষণাপত্রকে একটি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের অ্যাজেন্ডা মনে করা হলে পরবর্তী সময়ে যখন কোনো নির্বাচিত সরকার আসবে, তখন এই আন্দোলনকে এবং গণ–অভ্যুত্থানকে যে সন্ত্রাসী কার্যক্রম আখ্যা দেওয়া হবে না, এর কোনো নিশ্চয়তা নেই।জুলাই গণ–অভ্যুত্থানকে ‘একটি অসম্পূর্ণ বিপ্লব’ হিসেবে দেখছেন উল্লেখ করে ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ) প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত বলেন, ‘এটিকে বিপ্লবে রূপ দিতে হলে প্রক্লেমেশনের মধ্য দিয়ে আইনগতভাবে, সাংবিধানিকভাবে বাংলাদেশে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের সব প্রবেশাধিকার নিষিদ্ধ করতে হবে।’

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। জাতীয় সরকার গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, এই সরকার একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিয়ে বিদায় নেবে।

এ আলোচনা সভার সঞ্চালনা করেন কর্নেল (অব.) জাকারিয়া হোসেন। এ সময় আরও বক্তব্য দেন- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী, নিউ নেশনের সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, জবানের সম্পাদক রেজাউল করিম রনি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ফেরদৌস আরা খানম, আইনজীবী শাহ মোহাম্মদ মাহফুজুল হক প্রমুখ।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.