ধারণার চেয়ে বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের কাছে : ইসরায়েল


অনলাইন ডেস্ক : ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তজাচি হানেগবি বলেছেন, পূর্বের অনুমানকৃত সংখ্যা থেকে অনেক বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের হাতে।
ইসরায়েলি সেনাবাহিনী রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে হানেগবি বলেন, এই বাস্তবতা ইরানের হুমকি মোকাবেলায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, দীর্ঘমেয়াদে এই লড়াইয়ের মাধ্যমে ইরানের হুমকি দূর করা সম্ভব নয়।
ইসরায়েলের পূর্বের অনুমান ছিল ইরানের হাতে সংখ্যা ১,৫০০ থেকে ২,০০০ এর মত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে ।
গত শুক্রবার ও শনিবার ইরান ইসরায়েলের দিকে ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে—যার অনেকগুলো ইসরায়েলের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ঢুকে পড়ে। দ্য টেলিগ্রাফ-এর বরাতে জানা যায়, ইসরায়েলি সামরিক বাহিনী জনগণকে সতর্ক করে বলেছে, এই প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে অব্যর্থ নয়।
এই হামলা প্রমাণ করে যে, এমনকি বিশ্বের সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থামাতে হিমশিম খায়। কারণ এই ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়ে ৫ গুনেরও বেশি গতিতে (হাইপারসনিক) ছুটে আসে, যাকে প্রতিহত করার মতো ভূমি থেকে নিক্ষেপযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা খুবই সীমিত।
সম্প্রতি হানেগবি আরও স্বীকার করেন, শুধু সামরিক হামলা দিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা সম্ভব নয়। তিনি বলেন, এই লক্ষ্য অর্জনের জন্য শুধু বিমান হামলা যথেষ্ট নয়।
তিনি জানান, পরিকাঠামো ধ্বংস করা সম্ভব হলেও, প্রকৃত লক্ষ্য হওয়া উচিত ইরানকে তার পরমাণু উচ্চাকাঙ্ক্ষা থেকে সরে আসতে বাধ্য করা।
হানেগবি বলেন, এই সমস্যার সমাধান কেবল সামরিকভাবে সম্ভব নয়। তিনি লিবিয়া ও দক্ষিণ আফ্রিকার উদাহরণ তুলে ধরে বলেন, এসব দেশ রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করেছিল, বাইরের সামরিক হস্তক্ষেপের মাধ্যমে নয়।
সূত্র: আল মায়াদিন
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।