সংবাদ মধ্যপ্রাচ্য

ইরানের পররাষ্ট্রমন্ত্রী কে এই আব্বাস আরাকচি

abbas araghchi 6855495e76c61
print news

অনলাইন ডেস্ক : ইসরাইলি হামলার মধ্যেই ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। শুক্রবার জেনেভায় ইউরোপের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে আলোচনায় ইরানের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই আলোচনা ফলপ্রসূ হলে ইরান-ইসরাইল উত্তেজনা প্রশমিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

চলমান সংঘাতের মধ্যে ইরানের কূটনৈতিক তৎপরতার নেতৃত্ব দেওয়া আব্বাস আরাকচি ১৯৮৯ সালে ইরানের পররাষ্ট্র দপ্তরে তার কর্মজীবন শুরু করেন। আর গত বছরের আগস্ট থেকে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি ফিনল্যান্ড ও জাপানে ইরানের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তবে তিনি সবচেয়ে বেশি পরিচিত ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির আলোচনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য ও জার্মানির সঙ্গে ইরানের প্রধান আলোচক হিসেবে ভূমিকার জন্য।

এই চুক্তির অধীনে ইরান তাদের সংবেদনশীল পারমাণবিক কার্যক্রম সীমিত করতে এবং আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়, যার বিনিময়ে তাদের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে ইরানের বিপ্লবী গার্ডেও (আইআরজিসি) কাজ করেছেন আব্বাস আরাকচি। সে সময় ইরান-ইরাক যুদ্ধেও অংশ নেন ৬২ বছর বয়সি এই ইরানি মন্ত্রী।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.