ইরানের ড্রোন হামলা, ‘বিস্মিত’ ইসরাইল,পারমাণবিক ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ইরান


অনলাইন ডেস্ক : ইরানের দুটি ড্রোন ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে পৃথক হামলা চালিয়েছে। যা অনেকটা অবাক করেছে ইসরাইলকে।
হামলার বিষয়টি স্বীকার করে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, এটি একটি বিরল ঘটনা, যেখানে ইরানের একমুখী আক্রমণাত্মক ড্রোন সফলভাবে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, শনিবার ইসরাইলের উত্তরাঞ্চলে জর্ডান সীমান্তসংলগ্ন বেইত শেইন শহরে একটি ড্রোন আঘাত হানে। এতে একটি দুইতলা বাড়ি বিধ্বস্ত হয়।
জরুরি উদ্ধারকর্মীরা জানান, বিস্ফোরণে বাড়িটির পাশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে, জানালা ও দরজা উড়ে গেছে।ইসরাইলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আডম (এমডিএ) জানিয়েছে, তারা ধ্বংসস্তূপের ভেতর তল্লাশি চালিয়ে যাচ্ছে। হতাহত কারও খোঁজ পায়নি।
ইসরাইলি সামরিক বাহিনীর তথ্যমতে, ইরানের দ্বিতীয় ড্রোনটি ইসরাইলের দক্ষিণাঞ্চলের একটি খোলা এলাকায় আঘাত হানে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।ইসরাইল ইরানে হামলা শুরু করার পর থেকে ইরান যে বিপুলসংখ্যক ড্রোন ছুড়েছে, তার মধ্যে বেশির ভাগই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয় বলে দাবি ইসরাইলি বাহিনীর।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের সর্বশেষ হামলায় অন্তত ছয়টি ড্রোন ছিল। এর মধ্যে কয়েকটি ড্রোন আরাভা মরুভূমি ও গোলান মালভূমিসহ অন্যান্য অঞ্চলে পৌঁছানোর আগেই ঠেকানো হয়।
পারমাণবিক ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ইরান:
পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরাইলের চলমান হামলায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে-এমন আশঙ্কায় তা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী আলি জাফারিয়ান জানিয়েছেন, এ ধরনের পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।
তিনি বলেন, ‘এখনও পর্যন্ত ইসরাইল ‘অপ্রচলিত অস্ত্র’ (পারমাণবিক) ব্যবহার করেছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে যদি পারমাণবিক রিয়্যাক্টরগুলো লক্ষ্যবস্তু হয়, তাহলে যে কোনো ধরনের তেজস্ক্রিয় মোকাবেলায় আমরা প্রস্তুত। আশা করছি, পরিস্থিতি সে পর্যন্ত গড়াবে না।’
জাফারিয়ান আরও জানান, এখন পর্যন্ত তিনটি হাসপাতাল হামলার শিকার হয়েছে, যার মধ্যে কেরমানশাহ হাসপাতাল সম্পূর্ণভাবে খালি করে ফেলা হয়েছে।
তিনি বলেন, ‘ইসরাইলের এ সবকটি হামলার লক্ষ্য ছিল বেসামরিক স্থাপনা।আন্তর্জাতিক সংস্থাগুলো, বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক রেড ক্রসকে আহ্বান জানাই—তারা যেন ইসরাইলকে বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু বানানো থেকে বিরত রাখার জন্য চাপ প্রয়োগ করে। তবে গাজায় দেড় বছর ধরে তাদের নিষ্ক্রিয়তা দেখে তাদের কাছ থেকে আমাদের খুব বেশি প্রত্যাশাও নেই।’
উপস্বাস্থ্যমন্ত্রী জানান, ইসরাইলি আগ্রাসনের অষ্টম দিনে পর্যন্ত অন্তত ৪৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৩,৫০০ জনের বেশি আহত হয়েছেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।