ইসরায়েলের দুই প্রধান শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা,ইরানকে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া


অনলাইন ডেস্ক : ইসরায়েলের দুই প্রধান শহর, তেল আবিব ও হাইফাকে লক্ষ্য করে ইরান সোমবার নতুন করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরান এই সামরিক অভিযানকে অপারেশন ‘ট্রু প্রমিজ-৩’ নাম দিয়েছে এবং এটিকে ইসরায়েলের বিরুদ্ধে তাদের নতুন পর্যায়ের প্রতিরোধমূলক হামলা হিসেবে উল্লেখ করেছে।
সোমবার (২৩ জুন) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার লক্ষ্যবস্তু ছিল হাইফা ও তেল আবিবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রাথমিক তথ্য অনুযায়ী, মাত্র ৪০ মিনিটের মধ্যে একাধিক ধাপে প্রায় ১৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরান থেকে ছোড়া হয়। এই হামলাকে চলমান দ্বন্দ্বের অন্যতম ও দীর্ঘতম ইরানি ক্ষেপণাস্ত্র আক্রমণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।এদিকে এ হামলার সময় ইসরায়েলজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।
ম্যাগেন ডেভিড অ্যাডম উদ্ধারকারী দলের তথ্যানুসারে, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় আতঙ্কিত অবস্থায় কিছু মানুষ আহত হয়েছেন।
ইরানকে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে বলেছেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসন ভিত্তিহীন। ক্রেমলিনে আরাগচির সঙ্গে আলোচনার শুরুতে পুতিন এ মন্তব্য করেন এবং বলেন, ইরানি জনগণকে সাহায্য করতে রাশিয়া প্রস্তুত রয়েছে। খবর আল-জাজিরার।
এদিকে ইরানের ওপর মার্কিন হামলার নিন্দা করায় পুতিনকে ধন্যবাদ জানিয়ে আরাগচি বলেন, রাশিয়া ‘সঠিক ইতিহাসের পক্ষে’ অবস্থান নিয়েছে। এ ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন।
এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে মন্তব্য করেছে রাশিয়া।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে এ মন্তব্য করেছে বলে জানিয়েছে আল-জাজিরা। বিবৃতিতে বলা হয়, একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর এ দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। যে যুক্তিই দেওয়া হোক না কেন—আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন এই হামলা।
বিবৃতিতে আরও বলা হয়, আমরা আগ্রাসন বন্ধের আহ্বান জানাচ্ছি। চলমান পরিস্থিতিকে রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফিরিয়ে নেওয়ার উপযুক্ত পরিবেশ তৈরিতে প্রচেষ্টা বাড়ানোর ওপর জোর দিচ্ছি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী রোববার রাশিয়া পৌঁছান। আজ সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হয়।
এর আগে তুরস্কের ইস্তান্বুলে এক সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, রাশিয়া ইরানের বন্ধু। আমরা একটা কৌশলগত অংশীদারত্ব উপভোগ করছি। সব সময় আমরা পরস্পরের সঙ্গে পরামর্শ করি এবং সমন্বয় করি।
রাশিয়া ও ইরান গত জানুয়ারিতে একটি ‘বিস্তৃত অংশীদারত্ব চুক্তি’ স্বাক্ষর করে, যা তাদের ঘনিষ্ঠ কৌশলগত মৈত্রীকে আরও মজবুত করে। তবে এ চুক্তিতে কেউ হামলার শিকার হলে পারস্পরিক সামরিক প্রতিরক্ষার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।