অনলাইন ডেস্ক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপির কোনো নেতা উপস্থিত ছিলেন না। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আয়োজকদের পক্ষ থেকে বিএনপিকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি।
শনিবার (১৯ জুলাই) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বরাতে তিনি নিশ্চিত হয়েছেন যে— “জামায়াতের জাতীয় সমাবেশে বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি।
তবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, “সমাবেশে সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা নেতৃস্থানীয় পর্যায়ে যোগাযোগও চালিয়ে যাচ্ছি। আশা করছি, সব দলই ইতিবাচক সাড়া দেবে।”
জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারের দাবিসহ নির্বাচনপূর্ব লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ— এই সাত দফা দাবিকে সামনে রেখে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ।
শনিবার দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের মূল পর্ব শুরু হয়। এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী পর্ব শুরু হয়।
এই সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতারা ছাড়াও কয়েকটি দল ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও বিএনপির কোনো প্রতিনিধি না থাকাটা নজর কাড়ে। বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত