রাজনীতি

গৌরনদীতে বিএনপির সভায় ধাওয়া-পাল্টা ধাওয়া

cfcf16f03e408e08afadced3433b2e42 6886088f54010
print news

বরিশাল অফিসবরিশালের গৌরনদীতে বিএনপির ৫ আগস্টের কেন্দ্রীয় কর্মসূচির প্রস্তুতি সভাকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ কোন্দল সহিংসতায় রূপ নিয়েছে। এতে এক ছাত্রদল নেতা গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার অডিটোরিয়াম ভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রস্তুতি সভার আয়োজনে দলীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুকে আমন্ত্রণ না জানানো নিয়ে উত্তেজনার সূত্রপাত হয়। পরে মিন্টু নিজ উদ্যোগে সভায় উপস্থিত হলে সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান ও তার সমর্থকদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।সংঘর্ষে গৌরনদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রমজান গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিক গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, সভায় আমাকে দাওয়াত না দিয়ে হেয় করা হয়েছে। আমি উপস্থিত হলে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। পরবর্তীতে প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর হামলা চালায়।অন্যদিকে, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান বলেন, একদল দুর্বৃত্ত সভায় হামলা চালিয়েছে। তবে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিষয়টি নিয়ে জসিম শরীফের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.