নিরাপত্তা বাহিনী নাগরিকদের গুম করেছে, খুন করেছে সেই রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন করতেই হবে


ইত্তেহাদ নিউজ,ঢাকা : আমরা আর গুম-খুনের ব্যবস্থায় ফেরত যাব না বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, যে ব্যবস্থার কারণে বিগত বছরগুলোতে নিরাপত্তা বাহিনী নাগরিকদের গুম করেছে, খুন করেছে সেই রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন করতেই হবে। আমরা আর ওই ব্যবস্থায় ফেরত যাব না- যেখানে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা থাকবে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এনসিপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।এ সময় আরও বক্তব্য রাখেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান ও কেন্দ্রীয় সদস্য মসিউর রহমান শুভ।এর আগে নাহিদ ইসলাম স্থানীয় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, হরিজন পল্লি পরিদর্শন এবং একটি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।পথসভার আগে স্থানীয় তমালতলা থেকে জুলাই পদযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে এক পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কারের আন্দোলন থেকে আমরা গণঅভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছিলাম। আমরা নির্বাচন চাই, মানুষের ভোটাধিকার চাই, মানুষের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে চাই। কিন্তু আমরা বলেছি, শুধু ভোটাধিকারের মাধ্যমে, শুধু এক সরকার থেকে আরেক সরকার পরিবর্তনের মাধ্যমে আপনার আমার জীবনের কোনো পরিবর্তন হবে না।
তিনি বলেন, আপনার আমার জীবনের পরিবর্তন হবে- যদি সংস্কার হয়, যদি অর্থনৈতিক, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থার সংস্কার হয় এবং যদি প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করতে পারি। আর আমরা এমন একটা সংসদ করতে পারি যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে; যেখানে এক ব্যক্তি যেখানে শুধুমাত্র প্রধানমন্ত্রীর কথায় কোনো রাষ্ট্র কোনো সরকার পরিচালিত হবে না। আমরা সেই সরকার সেই রাষ্ট্র ব্যবস্থার জন্য সেই নতুন দেশের জন্য কথা বলে যাচ্ছি।
নাহিদ বলেন, আমরা বলেছি- জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র অবশ্যই ৫ আগস্টের আগে জারি করতে হবে। আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে প্রোপাগান্ডা করা হচ্ছে, আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি। নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। এ গণঅভ্যুত্থান নাহলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা যদি সরকার পতনের আন্দোলনের দিকে না নিয়ে যেতাম তাহলে শেখ হাসিনার সরকারের অধীনে আপনারা আরও চার বছর অপেক্ষা করতেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।