বাংলাদেশ ঢাকা

প্রেস কাউন্সিল কমিটিতে অনুমতি ছাড়াই অন্তর্ভুক্তির অভিযোগ নূরুল কবিরের

nurul kabir press council 6888f300b8cf1
print news

ইত্তেহাদ নিউজ,ঢাকা :  বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। সোমবার এ সংক্রাক্ত প্রজ্ঞাপন জারি করা হয়।কমিটিতে ইংরেজি দৈনিক নিউ এইজের সম্পাদক নূরুল কবিরকে সদস্য হিসেবে রাখা হয়। তবে কমিটি ঘোষণার পর এক ফেসবুক পোস্টে এই বর্ষীয়ান সাংবাদিক অভিযোগ করেছেন, অনুমতি না নিয়েই তার নাম এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পোস্টে তিনি লিখেছেন, ‘আমাকে অবাক করে দিয়ে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় পূর্বানুমতি ছাড়াই আজ আমার নাম (তাও ভুল বানানে) প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে গেজেটভুক্ত করেছে। এর আগে একাধিকবার সরকার পক্ষ থেকে আমাকে এই কাউন্সিলে থাকার জন্য অনুরোধ জানানো হয়েছিল — যা আমি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছিলাম। কিন্তু এবার কেউ সরকারের পক্ষ থেকে হোক বা অন্য কোথাও থেকে, আমার সম্মতি নেওয়ার প্রয়োজনই মনে করেননি। এটা সত্যিই অদ্ভুত।

‘অতএব, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, যদি কেউ থেকে থাকেন, অনুরোধ করছি দয়া করে আমার নামটি এই তালিকা থেকে প্রত্যাহার করে নিয়ে আমাকে বাধিত করবেন।অন্তর্বর্তী সরকারের আমলে এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গেল সেপ্টেম্বরে নির্মাতা আশফাক নিপুনের সঙ্গে আলোচনা ছাড়াই তাকে সেন্সর বোর্ডের সদস্য করা হয়। পরে তিনি সদস্যপদ গ্রহণে অস্বীকৃতি জানান।

Screenshot 2025 07 29 at 23 48 56 20 Facebook

প্রসঙ্গত, সোমবার ঘোষিত প্রেস কাউন্সিলের দুই বছর মেয়াদি কমিটিতে নূরুল কবির ছাড়াও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আকতার মালা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ও বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদকে রাখা হয়েছে।

১২ সদস্যের এ কমিটিতে আরও আছেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক পূর্বকোণের সম্পাদক রমিজ উদ্দিন চৌধুরী ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) উপদেষ্টা আখতার হোসেন খান।বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব মো. ফখরুল ইসলাম ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীনও আছেন কমিটিতে।

এর আগে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এ কে এম আবদুল হাকিমকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান করে অন্তর্বর্তী সরকার; তাকে তিন বছরের জন্য ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথা বলা হয়।

এর মধ্যে আওয়ামী লীগ সরকারের আমলে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া মো. নিজামুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ গত ৯ সেপ্টেম্বর বাতিল করা হয়। তার আড়াই মাস পর দায়িত্ব দেওয়া হয় আবদুল হাকিমকে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.