বাংলাদেশ বরিশাল

বাকেরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে খুন করে থানায় বাবা-মা!

bakerganj thana 6888e739e8ad9
print news

বরিশাল অফিসবরিশালের বাকেরগঞ্জে মাদকাসক্ত ছেলে হাসান গাজীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা-মায়ের বিরুদ্ধে। পরে তারা থানায় গিয়ে হত্যার বিষয়টি জানান। মঙ্গলবার বিকালে উপজেলার পৌর এলাকার ৬ নাম্বার ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ঘটনার পর বিকাল সাড়ে ৪টার দিকে হাসানের (১৮) বাবা আবু জাফর গাজী ও মা নাজমা বেগম থানায় গিয়ে জানান, তাদের ছেলে দীর্ঘদিন ধরে মাদকসেবী। প্রায়ই মাদকের টাকার জন্য তাদের মারধর করত। ঘটনার দিনও টাকার জন্য বাবার সঙ্গে ঝগড়া বাধে। একপর্যায়ে ধস্তাধস্তির সময় হাসান মারা যায়।

নিহতের দুলাভাই কাওসার হোসেন জানান, হাসান দীর্ঘদিন মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য প্রায়ই শ্বশুর-শাশুড়িকে নির্যাতন করতেন। এক সময় জোর করে তাকে জাহাজে চাকরি দেওয়া হয়েছিল। সেখানে প্রায় ছয় মাস কাজ করার পর বাড়ি ফিরে আবারও মাদকে জড়িয়ে পড়ে এবং পুরোনো অভ্যাসে ফিরে যায়।

হাসানের মা নাজমা বেগম বলেন, আমার স্বামী মাছের ব্যবসা করেন। সেই আয়ের টাকা থেকেই হাসান মাদক কিনত। মঙ্গলবার সে টাকার জন্য বাবার সঙ্গে ঝগড়া শুরু করে। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে সে মারা যায়। সবকিছু আমার চোখের সামনেই ঘটে। পরে আমরা নিজেরাই থানায় গিয়ে জানাই।

হাসানের বাবা আবু জাফর গাজী বলেন, নেশার টাকার জন্য প্রায়ই আমাকে ও আমার স্ত্রীকে মারধর করত হাসান। সেদিনও বাধা দিলে আমাকে মারতে উদ্যত হয়। তখন ধস্তাধস্তির মধ্যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. তুহিন আক্তার বলেন, আমাদের এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে ইসিজি করে নিশ্চিত হই, তিনি আগেই মারা গেছেন। ধারণা করা যাচ্ছে, শরীরে ভারি কিছু দিয়ে আঘাত করা হয়েছিল।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে হাসান মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা ও মাকে আসামি করে মামলা প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.