সহায়তা পাচ্ছেন না গুলিবিদ্ধ সাদিক,গেজেটে নাম নেই


ইত্তেহাদ নিউজ,বগুড়া : বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে গুরুতর আহত হন সরকারি আজিজুল হক কলেজের ডিগ্রির ছাত্র সাদিক সাদমান সিদ্দিক। শরীরে দুটি গুলিবিদ্ধ হয়ে আহত হলেও সরকারি গেজেটে তার নাম ওঠেনি। ফলে তিনি সরকারি সুযোগ-সুবিধা ও উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সাদিক সাদমান সিদ্দিক বগুড়া শহরের রহমানগর এলাকার জিল্লুর রহমান শামীমের ছেলে ও বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।
গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই তিনি প্রতিদিন সভা-সমাবেশে অংশ নেন। গত বছরের ১৮ জুলাই শহরের ইয়াকুবিয়া স্কুল মোড় এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় তিনি শরীরে নয়টি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে কাঙ্ক্ষিত চিকিৎসা না পাওয়ায় পরিবার বাধ্য হয়ে তাকে শহরের শেরপুর সড়কে অন্বেষা ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন। ওই ক্লিনিকে অপারেশন করে শরীর থেকে সাতটি গুলি বের করা হয়। জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হওয়ায় দুটি গুলি বের করা সম্ভব হয়নি।
চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে আহত সাদিকের পরিবারের সদস্যরা জানান, শরীর থেকে দুটি গুলি বের করতে হলে তাকে উন্নত চিকিৎসা দিতে হবে। এজন্য সাদিককে দেশের বাহিরে নেওয়ার প্রয়োজন; কিন্তু তিনি সরকারি গেজেটভুক্ত না হওয়ায় সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন না। আর সাদিকের উন্নত চিকিৎসাও করাতে পারছেন না। এ ব্যাপারে গত বছরের ২৯ ডিসেম্বর বগুড়ার সিভিল সার্জনের কাছে আবেদন করলেও সেখান থেকে কোনো সাড়া মেলেনি।
কলেজছাত্র সাদিক সাদমান সিদ্দিক বলেন, দেশের ছাত্র-জনতা যখন বৈষম্যবিরোধী আন্দোলনে নেমেছিল তখন নিজেকে ধরে রাখতে পারেননি। আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। অথচ আজ সরকারিভাবে চিকিৎসা পাচ্ছেন না। গেজেটে তার নাম অন্তর্ভুক্ত হয়নি।
তিনি আরও বলেন, শরীরে গুলিগুলো বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে।তার বাবা জিল্লুর রহমান শামীম বলেন, ছেলে আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হলো। অথচ কেউ খবরও নিল না। তিনি তার ছেলেকে অবিলম্বে সরকারি গেজেটভুক্ত ও পাশাপাশি উন্নত চিকিৎসায় দেশের বাহিরে পাঠানোর দাবি জানিয়েছেন।
বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, যাদের চিকিৎসার প্রয়োজন তাদের হেলথ কার্ড করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আবেদন পেলে সাদিক কেন গেজেটভুক্ত হয়নি- তা খতিয়ে দেখা হবে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।