অনলাইন ডেস্ক : সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, ‘গত বছর এই সময়টাতে নাহিদ, পাটোয়ারী, আসিফ মাহমুদকে দেখেই মনে হতো বিপ্লবী। তাদের পোশাক, চাল-চলন, শরীরের যে মাসেল, গালের যে চোয়াল—সব কিছুর দিকে তাকালেই মনে হতো এরা বিপ্লবী। কিন্তু এখনই এক বছরের ব্যবধানে আপনি ওই ছবিগুলো এনে দেন—মোটাতাজা, সারা শরীরে থলথলে মাংস এবং তাদের কণ্ঠের মধ্যে লোভ-লালসা, পেছনে অসংখ্য বদনাম গত এক বছরের। সব মিলিয়ে সেই বিপ্লবীর পুরো চরিত্রটা নষ্ট করে দিয়েছে। সম্প্রতি একটি টক শোতে উপস্থিত হয়ে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গোলাম মাওলা রনি বলেন, ‘আপনি যদি এই বছরের আগস্টের বিশ্লেষণ করেন—এটা একটা ভিন্ন প্রেক্ষাপট এটাকে নিয়ে আপনাকে মন্দ কথা বলতে হবে। আর যদি আপনি সেই ২০২৪ সালের দিনটার কথা চিন্তা করেন—বলতে হবে যে বাঙালি তার হাজার বছরের মধ্যে যে কয়বার জেগে উঠেছিল সে কয়বারের মধ্যে অন্যতম ছিল সে ২০২৪ সালে সপ্তাধিক সময়। আর ওই সময়টাতে বাঙালি সফল হয়েছিল। তিনি বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে একসাথে ১৮ কোটি মানুষকে এবং আমাদের এই ১৮ কোটি মানুষের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু যুক্ত হয়ে গিয়েছিল, অর্থাৎ ওখানে আরো প্রায় ১০-১২ কোটি মানুষ বাংলা ভাষাভাষী মানুষ, এরপর আমাদের সাথে যেসব বন্ধু রাষ্ট্র রয়েছে—যেমন আসাম, সেভেন সিস্টার তারাও কিন্তু আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছিল এবং আমরা ভারতকে যতই সমালোচনা করে কেন না কেন মানে ভারতের যে সাউথ ব্লক আছে বা নর্থ ব্লক আছে কিংবা এলিট শ্রেণি আছে তারা কিন্তু এই মানে আমাদের সমর্থন দিয়েছিল। ফলে কী হলো আমি ইতিহাস নিয়ে যতটুক পড়াশোনা করেছি আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট ৫০ কোটি মানুষ একসঙ্গে এই আন্দোলনের পক্ষে তারা দাঁড়িয়েছিল।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত