অনলাইন ডেস্ক : গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, ‘আগামীকাল (মঙ্গলবার) গণ-অভ্যুত্থান অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ইতিহাস বিকৃত করে একপক্ষীয় জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা।সোমবার এক ফেসবুক পোস্টে এই দাবি করেন মো. রাশেদ খান। তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে তাদের দাওয়াত দেয়নি সরকার! হয়তো রাতের মধ্যে দেবে (কারণ দাওয়াত দেবে কি দেবে না এ নিয়ে সরকার কনফিউশনে আছে!)’
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে মাননীয় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বললেন, ১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে! নিশ্চয়ই তার কাছে স্পষ্ট তথ্য আছে।’
তিনি আরো বলেন, ‘এদিকে ঐকমত্য কমিশনের মাননীয় সদস্য জনাব ইফতেখারুজ্জামান এনসিপিকে কিংস পার্টি বললেন! হয়তো তার পদত্যাগের জন্য এনসিপি কঠোর আন্দোলন করতে যাচ্ছে... অন্য কেউ বলা আর ঐকমত্য কমিশনের একজন সদস্য বলা এক কথা নয়।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত