অনলাইন ডেস্ক : জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর সংবাদে নওগাঁয় আনন্দ মিছিলে গিয়ে মাহফুজ আলম শ্রাবণ পুলিশের গুলিতে শহীদ হন। ঢাকার মিরপুর-২ গত ৫ই আগস্ট পুলিশের গুলিতে নিহত তিনি। শ্রাবণের মৃত্যু সংবাদে আনন্দ মিছিল যেন শোকের মিছিলে রূপ নেয়। প্রায় এক বছর অতিক্রান্ত হলেও আজও থামেনি তার মায়ের কান্না।
শ্রাবণ নওগাঁ শহরতলীর দোগাছী গ্রামের বাসিন্দা। শ্রাবনের মা বেবী নাজনীন বলেন, এইচএসসি পাস করে ভালো কলেজে পড়াশুনার জন্য ঢাকায় যান শ্রাবণ। তার স্বপ্ন ছিল ভালো ক্রিকেটার হবার। না হলে চাকরি করে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার। এছাড়া পরিবারে আর্থিক অবস্থা ভালো না হওয়ায় পড়াশুনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে পার্টটাইম চাকরি করতো। এরইমধ্যে সে জড়িয়ে পড়ে আন্দোলনে। মিরপুর ১০ নম্বরে অন্যদের সঙ্গে মিছিল করে আসছিল। পরে মিরপুর ২ নম্বরে থানার সামনে পুলিশের গুলিতে হতাহত ছাত্র-জনতাকে উদ্ধার করতে গিয়ে বিকাল পৌনে ৩টার দিকে পুলিশের গুলিতে শহীদ হন শ্রাবণ। ছেলের স্বপ্ন’র কথা তুলে ধরে শহীদ শ্রাবনসহ দেশের সকল শহীদকে শহীদের মর্যাদা ও তাদের ন্যায্য বিচার ও শাস্তি দাবি করলেন শ্রাবণের মা বেবী নাজনীন।
শ্রাবণের ভাই শফিকুর রহমান বাপ্পী বলেন, শ্রাবণ হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে একটি মামলাসহ পরিবারের পক্ষ থেকে শেখ হাসিনাসহ ৪০০ জনকে আসামি করে সিএমএসএস আদালতে আরেকটি মামলা করা হয়েছে। এছাড়া নওগাঁ-রাজশ্াহী সড়কের নওহাটার মোড়ে গোল চত্তরকে শহীদ মাহফুজ চত্তর হিসেবে নামকরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর ছাত্র নেতা ফজলে রাব্বী শহীদ পরিবারের পুনর্বাসন ও খুনিদের বিচার দাবি করেন
। নওগাঁ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল জানান, জুলাই অভ্যুত্থানে নওগাঁর ৯ শহীদ পরিবারের পুনর্বাসনে সহায়তা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে জুলাই ফাউন্ডেশনের ৫ লাখ টাকা ও ১০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। এছাড়া আহতদের স্বাস্ব্য কার্ড প্রদান অন্যান্য সহায়তা প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত