রাজনীতি

আওয়ামী লীগ গেছে ভারতে, এখন আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে পাকিস্তানে:টিপু

image 213181 1755105570
print news

ইত্তেহাদ নিউজ,পিরোজপুর: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, একটি দল ইসলামের লেবাসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা এদেশের মানুষকে ভুল বুঝিয়ে দিকভ্রষ্ট করার পাঁয়তারা করে যাচ্ছে। এ দেশের মানুষ তা মেনে নেবে না। ১৯৭১ সালে আপনারা যে অপরাধ করেছেন সেই অপরাধের জন্য আপনাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আর যদি ক্ষমা না চান তাহলে আওয়ামী লীগ গেছে ভারতে, এখন আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে পাকিস্তানে।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে পিরোজপুর নেছারাবাদের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত স্বরূপকাঠী পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, দীর্ঘ সতেরো বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ একতরফা ক্ষমতা ধরে রাখতে মানুষকে ঘুম, খুন, জেল জুলুম চালিয়েছে। এ দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেই ভোটাধিকার আদায়সহ বৈষম্য দূর করতে আন্দোলন সংগ্রাম করেছে। ছাত্রজনতার আন্দোলনে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। একটি দল পিআরের নামে নির্বাচন বানচালের জন্য চেষ্টা চালাচ্ছে। এ দেশের মানুষ তা মেনে নেবেনা। আগামী ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য সবাই প্রস্তুত।

কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, আমরা কোরআন-হাদিস মেনে চলে মানুষের জন্য রাজনীতি করি। একটি দল কুরআন হাদিস ভেঙ্গে মানুষকে অপব্যাখ্যা দিয়ে বিপথগামী করে তোলার চেষ্টা করছে। স্বাধীন দেশে কোনো জঙ্গির স্থান ও হাসিনা মার্কা নির্বাচন হবে না।

স্বরূপকাঠী পৌর বিএনপি’র আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. কাজী কামালের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য সচিব মো. ওয়াহিদুজ্জামান লাভলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, নজরুল ইসলাম খান, সাইদুল ইসলাম কিসমতসহ অন্যান্য নেতারা।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.