ইত্তেহাদ নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে গভীর রাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে বাধা দেয়া হলে পুলিশের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। এ সময় তারা পুলিশের এক এসআইকে কুপিয়ে জখমও করেছে। সোমবার মধ্যরাতে নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার দিবাগত রাত দুইটার দিকে আওয়ামী লীগের লোকজন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বন্দরের সল্টগোলায় মিছিল করে। এ সময় সেখানে দায়িত্বরত বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ রানা এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। সহকর্মীরা গুরুতর আহত রানাকে প্রথমে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, এসআই রানার পেছনে পিঠে ও মাথায় কোপ লেগেছে। তিনি ২৮ নম্বর ওয়ার্ডের সার্জিক্যাল ডে-কেয়ার ইউনিটে (এসডিইউ) ভর্তি আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে এগারোটার দিকে বন্দরের সল্টগোলার ঈশান মিস্ত্রিঘাট এলাকায় যুবলীগ ক্যাডার শাকিলের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলে ১২-১৫ জন ব্যক্তি অংশগ্রহণ করেন। মিছিলের আওয়াজ শুনে ৪-৫ জনের পুলিশের একটি দল সেখানে গেলে সন্ত্রাসীরা পুলিশকে ধাওয়া দেয়। এ সময় এসআই রানা সেখানে মাটিতে পড়ে যান। সুযোগ পেয়ে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। তার মাথায় ও ঘাড়ে বড় আকারে গভীর কোপ রয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ জানান, এসআই রানা দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছি। জড়িতদের কাউকেই ছাড় দেয়া হবে না।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত