অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হতে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না। তবে আইনসঙ্গত না হওয়ার কারণে আবেদনটি গ্রহণ করেননি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আবেদন গ্রহণ না করে এ সিদ্ধান্ত জানান। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আইনজীবী জেড আই খান পান্নার পক্ষে এদিন ট্রাইব্যুনালে আবেদনটি উত্থাপন করেন এডভোকেট আসাদুজ্জামান বাবু। তার সঙ্গে ছিলেন আইনজীবী নাজনীন নাহার। শুরুতেই আইনজীবী নাজনীন নাহার আদালতকে বলেন, জেড আই খান পান্না আজকে এখানে আসতে পারেননি। তিনি শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ পেতে চান। তখন ট্রাইব্যুনাল বলেন, শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স (রাষ্ট্র নিযুক্ত আইনজীবী) ইতিমধ্যে নিয়োগ দেয়া হয়েছে। এটা ওভার (শেষ)। উনি সিভি দিলে অন্য মামলায় তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেয়ার বিষয়টি দেখবেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল আরও বলেন, তিনি প্রসিডিওর ভালো করেই জানেন। যে মামলায় আসামি উপস্থিত নাই, এমন পার্টিকুলার মামলায় আসবেন কেন? তা ছাড়া এ মামলায় যখন ডিফেন্স নিয়োগ দেয়া হচ্ছিল, পলাতক আসামিদের পক্ষে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি, তখন তিনি এসে বলতে পারতেন। তখন বিবেচনা করা যেত কাকে নিয়োগ দেয়া হবে। ট্রাইব্যুনাল বলেন, ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই। পরে আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনালকে বলেন, শেখ হাসিনার পক্ষে যাকে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হয়েছে, তাকে সহযোগিতা করতে চান জেড আই খান পান্না। ট্রইব্যুনাল এই আবেদনও গ্রহণ করেননি।
পরে আসাদুজ্জামান বাবু বলেন, এই মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হতে ইচ্ছুক প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না। তিনি অসুস্থ থাকায় তার পক্ষে আমি ট্রাইব্যুনালে আবেদনটি করি। কিন্তু আবেদনটি ট্রাইব্যুনাল গ্রহণই করেননি। তবে বিচারের এই পর্যায়ে এসে আবেদনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এটি পান্না স্যারই বলতে পারবেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বলেন, বিজ্ঞ প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগের আবেদন নিয়ে প্রসিকিউশনে আসলে, তাকে ট্রাইব্যুনালে আবেদন করার পরামর্শ দেয় প্রসিকিউশন। কিন্তু আজকে ট্রাইব্যুনালও তাদের আবেদন গ্রহণ করেননি। ট্রাইব্যুনাল বিচারের এই পর্যায়ে আবেদনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তাদের আবেদন গ্রহণ করেননি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত