ইত্তেহাদ নিউজ,বরগুনা : বিচারপ্রার্থী সাধারণ মানুষের হয়রানি বন্ধে বরগুনার আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগের হেল্পলাইন চালু করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরানের উদ্যোগে সেবাপ্রাপ্তি দ্রুততর ও সহজতর করতে অভিযোগের এ হেল্পলাইন চালু করা হয়।
আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বেঞ্চ সহকারী কামাল হোসেন জানান, ম্যাজিস্ট্রেটের উদ্যোগে একটি বাটন হ্যান্ডসেট ও টেলিটক সিম কিনে (০১৫৪০৫৮৪৫৬৯) হেল্পলাইন চালু করা হয়েছে। শুধু অফিস সময় এ হেল্পলাইন নম্বরে ফোন করে আদালতের সেবা সম্পর্কে অভিযোগ জানানো যাবে।
তিনি আরও জানান, এ ছাড়া আদালতে কোর্ট ফি ছাড়া সব ধরনের নগদ টাকার লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। এ ধরনের অভিযোগ পেলে তাৎক্ষণিক সামারি ট্রায়াল করবেন ম্যাজিস্ট্রেট।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত