অনলাইন ডেস্ক : বাউফলের বগা ইউনিয়নের চন্দ্রবাড়িয়া গ্রামের পরেশ চন্দ্র বিশ্বাস হত্যা মামলার বাদী শেখর চন্দ্র বিশ্বাসকে মামলা তুলে নেওয়ার হুমকি দিয়েছে আসামিরা। এ ঘটনায় বাদী শেখর চন্দ্র বাউফল থানায় একটি জিডি করেছেন।
জানা গেছে, শেখর চন্দ্র বিশ্বাসের সাথে প্রতিপক্ষ ফারুক সিকদারের জমিজমা ভোগদখল নিয়ে বিরোধ চলে আসছিল। গত বছর ১০ জুলাই সকালে ফারুক সিকদারের নেতৃত্বে আসামিরা শেখর চন্দ্র বিশ্বাসের ভোগদখলীয় জমিতে গিয়ে চাষাবাদে বাধা দেয়। এ সময় তর্কবিতর্কের একপর্যায়ে শেখর চন্দ্রের ভাই পরেশ চন্দ্র বিশ্বাসের উপর হামলা করে। এ সময় শেখর চন্দ্র তার ভাইকে হামলার হাত থেকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও এলোপাতাড়িভাবে মারধর করে। একপর্যায়ে তাদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়। এরপর গুরুতর আহত পরেশ চন্দ্রকে উদ্ধার করে প্রথমে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং ১৩ জুলাই তিনি মারা যান।
এ ঘটনার পর মৃত পরেশের ভাই শেখর চন্দ্র ১৪ জুলাই ১১ জন নামীয় ও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। (মামলা নং ৮, তারিখ ১৪/০৭/২৪) মামলার আসামিরা কারাভোগের পর জামিনে এসে বাদী শেখর চন্দ্র বিশ্বাসসহ স্বাক্ষী ইউসুফ মুন্সীসহ অন্যান্য স্বাক্ষীদের হুমকি-ধমকি দিতে থাকে। কয়েক দিন আগে আসামি ফারুক সিকদার, হারুন সিকদার, কবির সিকদার ও আজিবুল সিকদার মামলা তুলে নেওয়ার জন্য বাদী শেখর চন্দ্রকে খুনজখমসহ স্বপরিবারে বাড়ি ছাড়ার হুমকি দেয়। হুমকি দেওয়া হয় মামলার স্বাক্ষীদেরও। এরপর থেকে বাদী ও স্বাক্ষীরা পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। অপরদিকে এই হত্যা মামলার আসামি ফারুক ও তাঁতী দলের আহ্বায়ক জামাল মুন্সীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তার মাধ্যমে রাজনৈতিক প্রভাব বিস্তার করা হচ্ছে। মামলার ৬ নং স্বাক্ষী ইউসুফ মুন্সী ও জামাল মুন্সী দূরসম্পর্কের আত্মীয়। তাকেও ভয়ভীতি দেখানো হচ্ছে। মামলায় স্বাক্ষী দিলে তার ক্ষতি করা হবে বলে হুমকি দেয়। জামাল মুন্সী এ ঘটনার জের ধরে তাকে জমিজমা চাষাবাদে বাধা দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
মামলার বাদী শেখর চন্দ্র বিশ্বাস বলেন, ‘প্রতিপক্ষ ফারুক সিকদার গংরা আমাকেসহ স্বাক্ষীদের খুনজখম ও বাড়ি ছাড়া করার হুমকি দেওয়ায় আমরা শঙ্কিত। এ ঘটনায় আমি বুধবার (১৩ জুলাই) বাউফল থানায় একটি জিডি করেছি। (জিডি নং ৬৩২, তারিখ ১৩/০৮/২৫)’
এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ‘বাদী শেখর চন্দ্র থানায় জিডি করেছেন। পুলিশ তদন্ত করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত