নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা


ইত্তেহাদ নিউজ,পিরোজপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন করে আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কেন্দ্রীয় কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মো. আব্দুল আউয়াল মিন্টুকে অতি দ্রুত একটি আহ্বায়ক কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।
পুরাতন আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে নতুন করে আহ্বায়ক কমিটি করার ঘোষণা আসায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্য নানা ধরনের শঙ্কা ও হতাশা বিরাজ করছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিরোজপুর জেলাধীন নেছারাবাদ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলা সম্মেলন সম্পন্ন করার স্বার্থে নেছারাবাদ উপজেলা বিএনপির ত্যাগী, নির্যাতিত ও মাঠের পরীক্ষিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে অতিদ্রুত একটি আহ্বায়ক কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে আপনাকে অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করা হয়েছে।
জানতে চাইলে সদ্য বিলুপ্ত নেছারাবাদ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল-বেরুনি সৈকত বলেন, আমি শুনতে পেরেছি কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তবে কী কারণে করা হয়েছে তা আমি জানি না।
দীর্ঘ কয়েক বছরের উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে নতুন করে আহ্বায়ক কমিটি করার কারণ জানতে চাইলে বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, ওখানে একটা ঝামেলা আছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোনো একটা ইনকোয়ারি করছে। সেই ইনকোয়ারি করার জন্য ওখানে একজন যুগ্ম আহ্বায়ক গিয়েছিল। কোনো দুর্নীতি নিয়ে হয়তো কোনো কিছু হয়েছিল। ইনকোয়ারি শেষ হলে আমার কাছে একটা মেসেজ আসার কথা ছিল, হয়তো সোমবার সন্ধ্যার পরে পাব।
আহ্বায়ক কমিটি ভেঙে পূর্ণাঙ্গ কমিটি না করে নতুন করে আহ্বায়ক কমিটি করার কারণ জানতে চাইলে তিনি আরও বলেন, কিছু সোশ্যাল মিডিয়ায় পূর্বের আহ্বায়ক কমিটির দুজনের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে লেখালেখি হয়েছে। সেই নিয়ে ইনকোয়ারি করে হয়তো কিছু একটা পেয়েছে। এর সঙ্গে আরও কিছু বিষয় জড়িত আছে। এ কারণে হয়তো কমিটি ভেঙে নতুন করে আহ্বায়ক কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।