দুই লাখ টাকা চাঁদা দাবি বিএনপি নেতার,না দেয়ায় প্রবেশপথ বন্ধ করে অবরুদ্ধ


ইত্তেহাদ নিউজ,ঝালকাঠি: ঝালকাঠি পৌরসভার কৃষ্ণকাঠি দত্তবাড়ি সড়কে একটি পরিবারের বসতবাড়ির প্রবেশপথ বাঁশ ও টিন দিয়ে বন্ধ করে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন দিন ধরে একটি পরিবার অবরুদ্ধ হয়ে আছে বলে জানা গেছে। অভিযোগ উঠেছে পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন ও তার স্ত্রী নাজমা বেগমের বিরুদ্ধে।
ভুক্তভোগী মো. আরিফুর রহমান (৩৪) সোমবার (১৮ আগস্ট) ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তার সঙ্গে বিবাদীদের বিরোধ চলছিল। সম্প্রতি বাড়ি নির্মাণের সামগ্রী চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ করার পর বিরোধ আরও তীব্র হয়। এর জেরে জাকির হোসেন ও তার স্ত্রী প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি বাড়ির প্রবেশপথ বন্ধ করে দেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, সরকারি রাস্তার উপর বাঁশ ও টিন দিয়ে বেড়া তুলে চলাচলের পথ বন্ধ করা হয়। পথ উন্মুক্ত করে দেওয়ার শর্তে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাদী ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালমন্দ করা হয় এবং মারধরের চেষ্টা চালানো হয়। এ ছাড়া সামাজিকভাবে হেয় করা ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী আরিফুর রহমান বলেন, আমার বাড়ি নির্মাণকালে জাকির হোসেনের স্ত্রী নির্মাণসামগ্রী চুরি করছিলেন। সিসিটিভি ফুটেজে তা প্রমাণিত হয়েছে। বিষয়টি জানানোয় উল্টো তারা ক্ষিপ্ত হয়ে আমার পরিবারের চলাচলের পথ আটকে দেয়। পরবর্তীতে দুই লাখ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় তারা আমাদের অবরুদ্ধ করে রেখেছে।
অভিযুক্ত বিএনপি নেতা মো. জাকির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার সম্পত্তির উপর আমি বেড়া দিয়েছি। ওটা যদি তাদের সম্পত্তি হয়, প্রমাণ দেখালে আমি বেড়া সরিয়ে নেব।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষকে থানায় আসতে বলা হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।