ইত্তেহাদ নিউজ,ঢাকা : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি। থাইল্যান্ডে ৭ দিনের চিকিৎসা শেষে মঙ্গলবার (১৯ আগস্ট) দেশে ফিরে একথা বলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল। এসময় সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি।
বিভিন্ন রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করছে, এবিষয়ে বিএনপির অবস্থান কী- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা খুব পরিষ্কার করে বলেছি, আমরা পিআর পদ্ধতি কোনোমতেই মেনে নেব না। কারণ পিআর পদ্ধতিতে এই দেশের মানুষ ইউজড টু (অভ্যস্ত) না। এটি তারা বোঝেও না, তারা ঠিকমতো জানেও না।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে। আর পিআর পদ্ধতি তো আমরা ইউজড টু না কোনোদিন। এটার প্রশ্নই উঠতে পারে না।’
এসময় বিএনপি মহাসচিব আরও বলেন, ‘রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের মানুষ নির্বাচন চায়, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন। যারা সংস্কার চাচ্ছে না, সেটা তাদের দলের ব্যাপার।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত