রাজনীতি

মাদারগঞ্জ পৌর বিএনপির সম্পাদক সোহেলের চাঁদাবাজির অডিও কল রেকর্ড ফাঁস

চাঁদাবাজির কথোপকথনের একটি অডিও কল রেকর্ড ফাঁস
print news

অনলাইন ডেস্ক : জামালপুরের মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেলের চাঁদাবাজির কথোপকথনের একটি অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে। এ ঘটনায় মাদারগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি অডিও কলরেকর্ড ছড়িয়ে পড়লে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। অডিও কল রেকর্ডটিতে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার আত্মীয় হওয়ার সুবাদে তার অবাধ চাঁদাবাজির বিষয়ে স্বীকারোক্তি পাওয়া যায়।

ছড়িয়ে পড়া ৬ মিনিট ১০ সেকেন্ডের অডিওতে ৩ থেকে ৪ জনের কথোপকথনে শোনা গেছে, ‘এক ব্যবসার থেকে ১০ লাখ টাকার মধ্যে ৬ লাখ টাকা দিছে। আর তা ছাড়া প্রতি মাসে ১ লাখ করে টাকা দেয়। এদিকে আরেকজন বলে ওঠে তুমি তো ডিআইজির নামসহ পচায় ফেলছ, এর উত্তরে বিএনপি নেতা খালেদ মাসুদ তালুকদার সোহেল বলেন, ডিআইজির নাম কইয়াই তো খাই আমি। এর পর হাসি-তামাশা করে বিএনপি নেতা আরও বলেন, আমি পৌর বিএনপির সেক্রেটারি আর ডিআইজির বইনতা- বোনের স্বামী (ময়মনসিংহ রেঞ্জের সাবেক ডিআইজি আশরাফুর রহমান বিএনপি নেতা মাসুদ তালুকদার সোহেলের স্ত্রীর ভাই) আমি খাব না
তাইলে কেরা খাব। এখন অনেকেই এসে বলে ভাই এল্লা দেইখেন, তারপর আরেকজন ২ লাখ টাকা দিয়ে গেছে দেখবার জন্য, আমি দেখলাম। আমার ২ লাখ টাকা হজম হলো না?

এদিকে তার এমন কথাতে আরেকজন বলে তুমি পৌর বিএনপি সেক্রেটারি তুমি খাও এটা কি মানুষে জানে না কবার চাও? উত্তরে বিএনপি নেতা বলেন, আমার অতহানি ক্ষমতা আছে তো তাই আমি খাই। তোমার নাই তুমি খাবার পাওনা। তিনি আবারো বলেন, ভাই
আমার কি দোষ? ময়মনসিংহের মুক্তাগাছা থেকে ওসি আসছে বলে ভাই ২ লাখ টাকা থাকল একটু দেইখেন। আমি ২ লাখ টাকা নিয়ে ওরে ভাল দেখলাম শেষ। ওসিরা আমাক টাকা দিয়ে গেলে কি আমি না করমু। এদিকে হেসে আরেক নেতা বলে ওঠে সুযোগ কি বার বার আসে। সে সময় বিএনপি নেতা আবারো বলে, আমি হালাল করেই খাই। যে মনে করেন আমায় ৬ লাখ টাকা দিছে সে প্রতিমাসে আমায় ১ লাখ করে টাকা দেয় নইলে গাড়ী বন্ধ। ময়মনসিংহের সব বালু আমার এখান থাইকা নিয়ে যায়। এমন সময় আরেক নেতা বলেন এগুলা সব বাবুল (বিএনপি জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল) ভাই জানে। তিনি উত্তরে রাগান্বিত হয়ে বলেন, বাবুল জানুক গা থাইকা বাবুলের বাপ জানুক গা তা আমার কি? আমি আমার হেডামে চলি। আমি বাবুলের হেডামে কি আটকায়ছি। আমার ক্ষমতায় আমি আটকায়ছি। আমার নাম কইয়া চান্দা তুলবার গেছিল তিনটারে আটকায় থুইছি জেলখানার মধ্যে। আমার ক্ষমতা আছে আমি আটকামু না কি করমু। আজ ক্ষমতা আছে আজ দেখামু, কাল থাকব না কাল দেখামু না।

অডিওতে আরও শোনা গেছে, বিএনপি নেতার কন্ঠে খামুই তো। এদিকে, আরেক কর্মী বলে ওঠে, আপনি তো সোহেল না একটা সংগঠনের সেক্রেটারি। উত্তরে তিনি বলে উঠলেন, বহিষ্কার করে দাও। ক্ষ্যামতা থাকলে চান্দাবাজি করবার লাগছে, ধান্দাবাজি করবার লাগছে বলে বহিষ্কার করে দাও। এদিকে আরেক কর্মী বলে, সেদিন আমাগোরে মুখলেসে ধরছে বলে সোহেলের নাম তো সেনাবাহিনীর কাছে আমাদের কাছে রিপোর্ট আইছে। পরে বিএনপি নেতা উত্তরে বলে, কও সেনাবাহিনী তো আমাক কোনদিন ডাকে না। আমার বিরুদ্ধে সরাসরি সেনাবাহিনীর কাছে অভিযোগ দিছে, কয়েকজনে দিছে। কই সেনাবাহিনী তো আমাক কোনদিন ডাহে না। আরেকজনে বলে, তুমি নিজেই স্বীকার করছ ভাই সব এর জন্য ধন্যবাদ। এটা শুনে বিএনপি বলে, আমি ৫ লাখ টাকার গাড়িতে চড়ি আপনি ঠাউর পান না।

এ বিষয়ে মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল জানান, আপনারা তদন্ত করবেন। মানে যেগুলা বলছি এইগুলা কতটুকু সত্য এটা আপনারা তদন্ত করবেন। আমাকে বেকায়দায় ফেলতে পৌর বিএনপির সভাপতি গফুর সাহেব বিএনপি জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল সাহেবের কাছে বিচায় দেয়। আমি নাকি অনেক টাকা কামাই করি, অমুক-তমুকের কাছ থাইকা টাকা পাই, এগুলা বলে খোচায়। পরে একদিন আমাকে সম্ভবত পরিকল্পনা করে ধরে। পরে আমি বলেছি অমক খান থাইকা টাকা দেয়, তমক খান থাইকা টাকা দেয়, এমনে টাকা দেয়, ওমনে টাকা দেয়। বলছি শালা আরও শুনুক, শুইনা বিচার দেক।’

তিনি আরও বলেন, আমি সোহেল তালুকদার যদি কোন অন্যায় করে থাকি আপনারা তদন্ত করবেন। সোহেল তালুকদার একটা অন্যায় করছে কিনা, দুর্নীতি করে কিনা, চাদাবাজি করে কিনা। কারো কাছ থেকে টাকা নেয় কিনা, এটা আপনারা দেখবেন। আমি এখন বুঝতেছি যে, ওনারা পরিকল্পিতভাবে আলোচনার মাধ্যমে আমাকে এই প্রশ্নগুলো করেছে যেন আমি এরকম করে উত্তর দেই।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান বলেন, বিষয়টি জেনেছি, সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, এ বিষয়ে আমি কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.