ইত্তেহাদ নিউজ,রাজশাহী : রাজশাহীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে শ্রেণিকক্ষে এক ছাত্রী ছুরি দিয়ে শিক্ষককে আঘাত করেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লাসে হঠাৎ ব্যাগ থেকে ছুরি বের করে মারুফ হোসেন নামের এক শিক্ষকের দিকে ছুটে যায় ছাত্রীটি। শিক্ষক প্রতিরোধের চেষ্টা করলে তার হাতে ও গলায় জখম হয়। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা চিৎকার ও দৌড়াদৌড়ি শুরু করলে পুরো স্কুলে উত্তেজনা দেখা দেয়।
পুলিশ ছাত্রীটিকে আটক করে বোয়ালিয়া থানায় নিয়ে গেছে। তবে কী কারণে হামলা করেছে, তা এখনো জানা যায়নি।
ঘটনা সম্পর্কে জানার জন্য থানার ওসির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। আহত শিক্ষক বর্তমানে চিকিৎসাধীন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত