ইত্তেহাদ নিউজ,ঝালকাঠি : ছাত্র-জনতার আন্দোলনে সাভারে স্কুলছাত্র আলিফ আহমেদ সিয়াম হত্যা মামলার আসামি ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাহুল চন্দকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।বৃহস্পতিবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব বারিউল করিম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদে বদলি পূর্বক নিয়োগ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় রাজাপুর উপজেলা পরিষদের সামনে ইউএনও রাহুল চন্দকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাজপুর উপজেলাবাসী। এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকারিয়া সুমন, উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি জাহিদ মাস্টার, উপজেলা জামায়াতের আমির কবির হোসেন, জুলাই যোদ্ধা মো. মূসা প্রমুখ।বক্তারা বলেন, গুলি ও হত্যার নির্দেশদাতা হিসেবে শাস্তি পাওয়ার কথা থাকলেও এখনো বহালতবিয়তে সরকারের প্রশাসনিক দায়িত্ব পালন করছেন ছাত্রলীগ থেকে আসা এই কর্মকর্তা রাহুল চন্দ। দ্রুত তাকে গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছেন তারা।
উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে রাহুলের নির্দেশে গুলি চালায় পুলিশ। আর সেই গুলিতেই অনেকের সঙ্গে নিহত হন সাভার ডেইরি ফার্ম স্কুলের ১০ম শ্রেণির ছাত্র আলিফ আহমেদ সিয়াম। এই হত্যার অভিযোগে গত ৬ জুন সাভার থানায় সিয়ামের বাবা বুলবুল কবির বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও ওবায়দুল কাদেরসহ ৩২ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত