ইত্তেহাদ নিউজ,নেত্রকোণা : নেত্রকোণার আটপাড়া উপজেলায় এক কিশোরকে পেটানোর ঘটনায় বিতর্কিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমাকে বদলি করা হয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউএনও রুয়েল সাংমাকে পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।গত ১৯ আগস্ট এই বিজ্ঞপ্তিটি ইস্যু করা হলেও বিষয়টি সবার নজরে আসে ২১ আগস্ট।গত মার্চ মাসে ভিজিএফ চাল বিতরণ চলাকালীন এই ঘটনা ঘটেছিল। উপজেলার বানিয়াজান ইউনিয়ন পরিষদ চত্বরে ভিড়ের মধ্যে দুর্জয় নামের এক কিশোরের সাথে ধাক্কা লাগলে ইউএনও রুয়েল সাংমা তাকে মারধর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে তিনি জনসম্মুখে ওই কিশোরকে চড়-থাপ্পড় মারেন। এরপর তাকে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে নিয়ে আনসার সদস্যের লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন।ভুক্তভোগী কিশোরের পরিবারের অভিযোগ, মারধরের পর তাকে প্রায় চার ঘণ্টা একটি কক্ষে আটকে রাখা হয়েছিল। পরে পরিবারের অনুরোধে তাকে ছেড়ে দেওয়া হয়।ঘটনার বেশ কয়েক মাস পর, গত ১০ আগস্ট মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, ইউএনও রুয়েল সাংমা অত্যন্ত নিষ্ঠুরভাবে কিশোরটিকে লাঠি দিয়ে আঘাত করছেন।ভিডিওটি ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। অনেকেই একজন সরকারি কর্মকর্তার এমন অমানবিক আচরণে বিস্ময় প্রকাশ করেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।বদলির বিষয়ে কথা বলতে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি নম্বরে ফোন করলেও তিনি রিসিভ করেননি।তবে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মোতাহার হোসেন সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, ২০ আগস্ট বদলির কাগজ হাতে পেয়েছি।তবে ইউএনও রুয়েল সাংমা এখনও আটপাড়াতেই অবস্থান করছেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত