ইত্তেহাদ নিউজ,সিলেট : সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বলেছেন, জনগণ আর সরকার পাশে থাকলে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে নেওয়াসহ স্থায়ী সমাধান করা হবে। লুটপাটে যারা জড়িত তাদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে।বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, এ মুহূর্তে ঘটনার অবস্থা জানার চেষ্টা করছি। আমাদের কাজ— চুরি হওয়া পাথর দ্রুত উদ্ধার করে পুনঃস্থাপন করা। কেন তারা এ কাজ করেছেন তা জানা চেষ্টা করা। আর যাতে সিলেট থেকে কোনো পাথর চুরি না হয় সে বিষয়ে স্থায়ী ব্যবস্থা নেওয়া। যারাই অপরাধ করবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে অপরাধের ধরণ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সব কাজেই চ্যালেঞ্জ থাকবে। জনগণ আর সরকার যদি পাশে থাকে তাহলে কোনো গোষ্ঠীর অপশক্তিই সাদাপাথর বা সিলেটের পর্যটন এলাকার কোনো ক্ষতি করতে পারবে না।দুদকের তদন্ত প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, প্রতিবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।
এ ছাড়াও তিনি কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ জিরো পয়েন্ট গিয়ে নদী পথে ভোলাগঞ্জ ও ব্যাংকার এলাকায় পাথর লুট হওয়া সব এলাকা পরিদর্শন করেন। পরে সাদাপাথরে লুট হওয়া প্রত্যেকটি স্থান ঘুরে ঘুরে দেখেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত