নেপথ্যে চাল বিতরণে অনিয়ম:
বরিশাল অফিস :
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ের এক নেতার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে স্থানীয় ইউনিয়ন বিএনপি।
২১ আগস্ট দেহেরগতি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ওই নোটিশে উল্লেখ করা হয়, দেহেরগতি ইউনিয়ন বিএনপির আওতাধীন ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেনকে দলীয় দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসাথে কেন তাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে আগামী ৩ (তিন) দিনের মধ্যে লিখিতভাবে ইউনিয়ন কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তবে, উক্ত কারণ দর্শানোর নোটিশে নির্দিষ্ট কোনো অভিযোগ উল্লেখ না থাকলেও, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে—গত ২০ আগস্ট (মঙ্গলবার) বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠে।
ঘটনার দিন দায়িত্বপ্রাপ্ত ডিলার, যিনি স্থানীয় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, তিনি চাল বিতরণের সময় ইউনিয়ন বিএনপির ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেনকে ৩০ কেজির স্থলে এক কেজি করে কম দেওয়ার মৌখিক নির্দেশ দেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে একজন নারী উপকারভোগী সরাসরি প্রতিবাদ করলে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, ওই নারী ক্ষোভের বশে বিএনপি নেতা মোক্তার হোসেনকে জুতা দিয়ে আঘাত করেন।
ঘটনাটি স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অস্বস্তি দেখা দেয়।
ফলে, ঘটনাটিকে কেন্দ্র করেই দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে মোক্তার হোসেনের বিরুদ্ধে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত মোক্তার হোসেন সাংবাদিকদের জানান, আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। আমি মনে করি চাল বিতরণের ঝামেলা নিয়েই আমাকে এই পদ স্থগিতের নোটিশ দেয়া হয়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত