ইত্তেহাদ নিউজ,চট্টগ্রাম : দেশের অন্য বিশ্ববিদ্যালয়ের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও (চবি) শুরু হয়েছে নির্বাচনী ডামাডোল। ঘোষণা করা হয়েছে চাকসু নির্বাচনের তফসিলের দিনক্ষণ। আগামী বৃহস্পতিবারের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। আর এ ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ৩৫ বছর পর শুরু হবে চবিতে সে নির্বাচনী আমেজ। এদিকে নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস।
রোববার (২৪ আগস্ট) দুপুরে গণমাধ্যমের কাছে চাকসু নির্বাচন আয়োজনের তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মনির উদ্দিন।
তিনি বলেন, তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি শেষের পথে। নির্বাচনকে কেন্দ্র করে দ্রুত প্রকাশ করা হবে আচরণ বিধি। চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনের কার্যালয় সচল করা হচ্ছে।
তিনি আরও বলেন, শিগগিরই আমরা পূর্ণাঙ্গ ভোটার তালিকা হাতে পাওয়ার পর একটি মিটিং করবো। এরপর এই সপ্তাহের শেষের দিকে তফসিল ঘোষণা করা হবে।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী বলেন, নির্বাচনি আচরণ বিধির খসড়া প্রস্তুত করা হয়েছে। তফসিল দ্রুত ঘোষণা করা হবে। সর্বশেষ ভর্তি হওয়া শিক্ষার্থীরাও ভোটার হিসেবে অংশ নিতে পারবেন।
চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের দীর্ঘ ৩৪ বছরের প্রত্যাশিত এই নির্বাচন হবে। আমাদের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যে আমরা তফসিল ঘোষণা করবো।
চবি সূত্র জানায়, চাকসু নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী। সদস্য হিসেবে আছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মু. জাফর উল্লাহ তালুকদার, শামসুন নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. বেগম ইসমত আরা হক, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রুমানা আক্তার, চাকসু কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব, তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
প্রসঙ্গত প্রতি শিক্ষাবর্ষে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে নির্বাচন আয়োজনের ধারাবাহিকতা রক্ষা হয়নি। ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। এপর্যন্ত মাত্র ৬ বার নির্বাচনের আয়োজন করা হয়েছে। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর ছাত্রসংগঠনগুলোর অভ্যন্তরীণ কোন্দল মারমুখো অবস্থান অবস্থান,সংঘর্ষ নানা কারণে নির্বাচন আয়োজন বিঘ্নিত হয়। তফসিল ঘোষণার তোড়জোড় শুরু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত