ইত্তেহাদ নিউজ,যশোর: বিয়ের ১২ বছর পর যশোরের শামিম ও সম্পা দম্পতির ঘরে একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম হয়েছে। তবে এই আনন্দ এখন বিষাদে রূপ নিয়েছে। নবজাতকদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আরও একজন গুরুতর অসুস্থ।
শনিবার (২৩ আগস্ট) যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের উত্তরপাড়ার বাসিন্দা সম্পা বেগমকে প্রসব বেদনা নিয়ে শহরের আদ্-দ্বীন সকিনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বিকাল ৫টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি চারটি কন্যা সন্তানের জন্ম দেন।
পরিবারের সদস্যরা জানান, চার নবজাতকের মধ্যে একজন জন্মের পরপরই মারা যায়। তার ওজন ছিল ১ কেজি ৮০০ গ্রাম। ১ কেজি ৯০০ গ্রাম ওজনের আরেক শিশু অসুস্থ। বাকি দুই নবজাতকের ওজন ১ কেজি ৫০০ গ্রাম এবং তারা সুস্থ আছে। মা সম্পা বেগমও বর্তমানে চিকিৎসাধীন।
শামিমের বড়ভাই শাহজালাল জানান, কয়েক মাস আগে জমি বন্ধক রেখে শামিমকে বিদেশে পাঠান; কিন্তু দালালের প্রতারণার শিকার হয়ে তারা সবকিছু হারান। দেড় মাস আগে শামিম দেশে ফিরে এলেও বেকার আছেন। ফলে অভাবের সংসারে এই চার সন্তানের লালন-পালন নিয়ে পুরো পরিবার গভীর দুশ্চিন্তায়।
হাসপাতালের চিকিৎসক মঞ্জুয়ারা খাতুন জানান, মৃত শিশুটির পাশাপাশি অন্য যে শিশুটি অসুস্থ, তার অবস্থা নিয়েও তারা সতর্ক আছেন। বাকি দুই নবজাতক ও মা সুস্থ আছেন।
খবর জানার পর যশোরের জেলা প্রশাসন পরিবারটির পাশে দাঁড়িয়েছে। রোববার (২৪ আগস্ট) সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা নবজাতকদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশে এই সহায়তা দেওয়া হয়েছে এবং পরিবারটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত