বাউফলে একটি মাদরাসা ভবনে তিন পক্ষের ৩ তালা


ইত্তেহাদ নিউজ,পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে একটি মাদরাসা ভবনে তিন পক্ষের তিনটি তালা লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।সোমবার (২৫ আগষ্ট) ক্লাস শেষে তিন ব্যক্তি তিনটি তালা লাগিয়ে দেন এতে বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম।উত্তর দাশপাড়া দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।
অবিভাবক ও শিক্ষার্থীরা জানান, উত্তর দাশপাড়া দাখিল মাদ্রাসায় সোমবার ক্লাস শেষ করে যথারীতি ছুটি দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে শিক্ষা প্রতিষ্ঠানে এসে বর্তমান ভারপ্রাপ্ত সুপার দেখতে পান লাইব্রেরি ভবনসহ অপর দুটি ভবনে তিনটি তালা ঝোলানো রয়েছে। বর্তমান ভারপ্রাপ্ত সুপার মাসুমবিল্লাহ ভবন তালাবদ্ধ করে রেখে গেলে এডহক কমিটির সভাপতি খালিদ সাইফুল্লাহ ওই তালার ওপরে আরও একটি তালা লাগিয়ে দেন। এরপর সাবেক ভারপ্রাপ্ত সুপার নজির উদ্দিন আহম্মেদ আরও একটি তালা লাগিয়ে দেন। এ ঘটনায় সকাল থেকে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ও বাকবিতন্ডার সৃষ্টি হয়েছে। ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের দ্বন্দ্বে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি।
এ বিষয়ে একাডেমি সুপারভাইজার মো. নুরুন্নবী বলেন, ‘বিষয়টি আমি জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি তিনি এ ব্যপারে ব্যবস্থা গ্রহণ করবেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার পরে উভয়পক্ষকে ডেকেছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।