অভিনেত্রী মানেই কি পোশাক খুলে দাঁড়িয়ে পড়বে?


অনলাইন ডেস্ক : ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। টিভি ধারাবাহিকে দাপটের সঙ্গে কাজ করছেন ৩২ বছর বয়সি শ্বেতা।
কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে শ্বেতা বলেন, “আমি স্লিভলেস পরতে পারি না, শর্ট ড্রেস পরতে পারি না। ম্যাক্সিমাম হাঁটু পর্যন্ত কোনো পোশাক পরি। আমাকে যদি শরীর দেখিয়ে কাজ করতে হয় তাহলে কাজটা করব না। আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর না।”
শ্বেতার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর চর্চা চলছে। টলিপাড়ার বেশ কজন অভিনেত্রীও শ্বেতার নাম উল্লেখ না করে নানা ধরনের ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। শ্বেতার বক্তব্য নিয়ে পক্ষে-বিপক্ষে নানা বক্তব্য পাওয়া যাচ্ছে।
এ নিয়ে ভারতীয় একটি গণমাধ্যম টলিউডের বেশ কজন অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন। তারা তাদের ভাবনার কথা জানিয়েছেন। অভিনেত্রী মানসী সেনগুপ্ত বলেন, “এই কথায় গুরুত্ব দেওয়াই বড় ভুল। ছোট পোশাক না পরতে চাওয়া বা হাতাকাটা পোশাকে আপত্তি থাকা নির্ভর করে সংশ্লিষ্ট মানুষটির উপর। তাই এখানে কেউ কোনো মন্তব্য করতে পারেন না।”
অলোচিত অভিনেত্রী ঋ-ও একমত মানসীর ভাবনার সঙ্গে। শিল্পী বা অভিনেত্রীদের স্বাধীনতা আছে বলে মনে করেন তিনি। ঋ বলেন, “আমি কেমন পোশাক পরি, তা সবার জানা। অভিনেত্রী মানেই কি পোশাক খুলে দাঁড়িয়ে পড়বে? তার নিজের ইচ্ছা-অনিচ্ছা থাকবে না? যে যেমন পোশাকে স্বাচ্ছন্দ্য, তার তেমনটাই পরা উচিত।”
মানসী, ঋ-এর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। তিনি বলেন, “দর্শক কোনোভাবেই ঠিক করে দিতে পারেন না, শিল্পীরা কেমন পোশাক পরবেন। আমি যেমন শাড়ি পরি, তেমনই খোলামেলা পোশাক পরতেও আমার অসুবিধা হয় না। কিন্তু কেউ যদি স্বাচ্ছন্দ্যবোধ না করেন, তা হলে তিনি কেন এমন পোশাক পরবেন? এই স্বাধীনতা সবার থাকা উচিত।”
পোশাক নিয়ে শ্বেতা ভট্টাচার্য একান্তই তার নিজের ভাবনার কথা জানিয়েছিলেন। অন্য যে কেউ তার পছন্দের পোশাক পরতেই পারেন, তা নিয়ে মোটেও আপত্তি নেই এই অভিনেত্রীর। তারপরও বিতর্ক। শ্বেতার ভাষায়—“কে, কী পরবেন তা যেমন কেউ ঠিক করে দিতে পারেন না, তেমনই আমার ভাবনাচিন্তাকে কেন্দ্র করে মানুষ বিচার করতে বসবেন, সেটাও মানতে নারাজ।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।