অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ব্যক্তিগত জীবনে সাইফ আলী খানের সঙ্গে ঘর বেঁধেছেন। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে রটনা রয়েছে—‘গসিপ রানি কারিনা।’ এ বিষয়ে কথা বলেছেন কারিনার ননদ, অভিনেত্রী সোহা আলী খান। ননদ-ভাবির সম্পর্কের রসায়নও ব্যাখ্যা করেছেন এই তারকা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, জুম টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সোহা আলী খান বলেন, ‘তার কাছে অবিশ্বাস্য রকমের তথ্য থাকে, আমি জানি না সে কীভাবে এসব জানে! মাঝরাতেও যদি কোনো কিছু জানতে চাই, ওকে ফোন করতে পারি। তবে কারিনা নিজের সোর্স সম্পর্কে খুবই সাবধানী ও গোপন রাখে। সে যা বলতে চায়, কেবল সেটুকুই বলে। তবে তার মধ্যে গসিপ ছাড়াও অনেক দিক আছে, যেগুলো সত্যিই অনন্য।’
সাইফ আলী খান ফোন করে কারিনার বিষয়ে তাকে প্রথম বলেন। সেই ঘটনা বর্ণনা করে সোহা আলী খান বলেন, ‘প্রথমে আমি একটু অস্বস্তিতে পড়েছিলাম। মনে আছে, আমরা কিছু একটার শুটিং করছিলাম, তখন আমার ভাই (সাইফ আলী খান) আমাকে ফোন করে বলেছিল, ‘তার প্রেমিকা আমার চেয়ে দুই বছরের ছোট।’ আমি ভাবলাম, ‘আচ্ছা, মজার ব্যাপার তো।’ এভাবেই প্রথম পরিচয়। একজন সুপারস্টারের সঙ্গে যখন দেখা হয়, তখন স্বাভাবিকভাবেই কিছু ধারণা তৈরি হয়। কিন্তু আমি কাউকে দেখা মাত্র বিচার করি না। কারো সম্পর্কে কিছু বলার আগে তার সঙ্গে নিজে কথা বলাটাই শ্রেয়। তাই আমি ভেবেছিলাম, ‘এই ব্যক্তি খুব পরিচিত।’ তবে কাউকে সত্যিকারের চেনার জন্য সময় দরকার।’
কারিনার সঙ্গে সম্পর্কের বন্ধন ব্যাখ্যা করে সোহা আলী খান বলেন, ‘প্রথম কয়েকবার দেখা করার সময় কারিনাকে চিনতে পারিনি। ওর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে সময়, বিশ্বাস আর ধারাবাহিকতা লেগেছে। আমি মনে করি, আমাদের সম্পর্কে এই উপাদানগুলো সময়ের সঙ্গে সঙ্গে এসেছে। গত ১০-১২ বছরে কিছু ঘটনা আমাদের বন্ধন আরো মজবুত করতে সাহায্য করেছে।’
উল্লেখ্য, ২০১২ সালে বিয়ে করেন সাইফ-কারিনা। ২০১৬ সালে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খান। ২০২১ সালের ২১ ফ্রেব্রুয়ারি এ জুটির সংসার আলো করে জন্ম নেয় দ্বিতীয় সন্তান।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত