জল্পনা উসকে দিলেন প্রিয়াংকা


অনলাইন ডেস্ক : প্রিয়াংকা চোপড়া। বলিউড ছাড়িয়ে হলিউডেও নিজের জায়গা পোক্ত করেছেন ভালোভাবেই। সামাজিক মাধ্যমে তিনি বেশ সরব থাকেন। প্রায়ই নানা মজার রসিকতা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি এক রহস্যময় পোস্টে জল্পনা উসকে দিলেন অভিনেত্রী। কার উদ্দেশে তার এই মন্তব্য, প্রশ্ন তুলছেন সবাই।
ওয়েব সিরিজ ‘দ্য অফিস’-এর একটি দৃশ্য শেয়ার করে প্রিয়াংকা লিখেছেন, ‘কারও সঙ্গে প্রথম দিন দেখা হলেই বোঝা যায়, এটাই আসলে শেষ দেখা।’ এখন প্রশ্ন, কাকে খোঁচা দিয়েছেন অভিনেত্রী?
কিছুদিন আগে প্রিয়াংকার আরও একটি পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। কেউ অসম্মান করলে তাকে জীবন থেকে বাদ দিয়ে দিতে দুবার ভাবেন না তিনি। দাবি করেছিলেন সেই পোস্টে।
ওই পোস্টের সময়টাতে শাহরুখ খান জাতীয় পুরস্কারের মঞ্চে সম্মানিত হয়েছিলেন। ফলে অনেকেই ধরে নেন, সেই মন্তব্য বলিউড বাদশাহকে উদ্দেশ করেই করা। আর এখন নতুন পোস্টে ‘শেষ দেখা’র ইঙ্গিত মেলায় গুঞ্জন আরও জোরদার হয়েছে। বলিউডে এক সময় শাহরুখ-প্রিয়াংকার সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন শোনা যেত। তবে গৌরী খানের আপত্তির কারণে নাকি তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।