বাংলাদেশ বরিশাল

নির্মাণাধীন নভোথিয়েটার ও বিটাক দুটি ভবন দখলে নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

Barisal bitak 68af38bb62e68
print news

বরিশাল অফিসক্লাশরুম সংকটের কারণ দেখিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা দখলে নিয়েছে নির্মাণাধীন নভোথিয়েটার ও বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) দুটি ভবন।বুধবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এই দুই প্রতিষ্ঠান দখল করে নেয় তারা।

নির্মাণ সম্পন্নের চূড়ান্ত পর্যায়ে থাকা স্থাপনা দুটি এখনও হস্তান্তর করেনি নির্মাণকারী প্রতিষ্ঠান। এ সময় ববি শিক্ষার্থীরা নভোথিয়েটার দখলে নিয়ে অ্যাকাডেমিক ভবন-৩ লেখা ব্যানার টাঙিয়ে দেন।

এর আগে ক্লাশরুম ও আবাসন সংকট দূর করার দাবিতে শিক্ষার্থীরা চতুর্থ দিনের মতো ববির মূল গেটের সামনে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে জনদুর্ভোগ দেখা দেয়।

শিক্ষার্থীদের বক্তব্য, প্রায় এক মাস ধরে অবকাঠামোগত সংকট, আয়তন বৃদ্ধি এবং নিরাপদ পরিবহণ ব্যবস্থা নিশ্চিতের দাবিতে আন্দোলন করলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কেউ শিক্ষার্থীদের সঙ্গে আজ পর্যন্ত যোগাযোগ করেনি। তাই এই স্থাপনা দুটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। এখন থেকে এই স্থাপনা দুটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ হিসেবে ব্যবহৃত হবে।

এর আগে তিন দফা দাবিতে মহাসড়ক অবরোধ শেষে শিক্ষার্থীরা স্থাপনা দুটি দখলের ঘোষণা দেয়। এরপর ববির ছাত্রাবাসসহ পার্শ্ববর্তী মেস বাসায় থাকায় শিক্ষার্থীরা এসে যুক্ত হয়ে মিছিল করে ববির পার্শ্ববর্তী নভোথিয়েটার ও ভোলা রোডসংলগ্ন নির্মাণাধীন বিটেক ভবন দখলে নেন।

ববি শিক্ষার্থী মৃত্যুঞ্জয় রায় বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গণস্বাক্ষর, মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচিসহ মহাসড়ক অবরোধ করে থাকলেও আমাদের দাবির বিষয়ে কেউ কর্ণপাত করেননি। তাই বাধ্য হয়ে আমরা স্থাপনা দুটি নিয়ন্ত্রণে নিয়েছি। কারণ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৭টি অনুষদে ২৫টি বিভাগের প্রায় ১০ হাজার শিক্ষার্থীদের পাঠদানের জন্য কক্ষ আছে মাত্র ৩৬টি। কক্ষ সংকটের কারণে অনেক সময় খোলা মাঠে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে। শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকটের কারণে অধিকাংশ বিভাগে সেশনজট বাড়ছে।

বরিশাল বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.