বরিশাল অফিস : অবশেষে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাকেরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলামকে উজিরপুরে বদলি করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন -১) মোঃ সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তার তার বদলির আদেশ দিয়েছেন।
বদলীর খবরে বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের মাঝে স্বস্তি এসেছে এবং সাধারণ মানুষও খুশি হলেও আতংকিত দালালরা। শান্তি মুলক ব্যবস্থা না নিয়ে মোহাম্মদ শহিদুল ইসলামের বদলী হওয়ার পরে তার পোষ্য সিন্ডিকেটের সহযোগীরা রয়েছে বহাল তবিয়তে।তারা এখন হতাশ।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশে মোহাম্মদ শহিদুল ইসলামকে উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে পদায়ন করা হয়। আগামী ১ সেপ্টেম্বর এর মধ্যে বর্তমাননকর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করার আদেশ দেয়া হয়।অন্যথায় ২ সেপ্টেম্বর থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গন্য হবে।
এদিকে শহিদুল ইসলামের বদলি হওয়ায় খুশি বাকেরগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। শহিদুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পাহাড় জমে ছিল।
শহিদুল ইসলামের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় বাকেরগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে সংস্কার কাজে অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে অসংখ্য অভিযোগ। কাগজে কলমে নামমাত্র কাজ দেখিয়ে এরই মধ্যে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান টাকা তুলে নিয়েছে। নীতিমালা অনুযায়ী এ প্রকল্পের কাজ ৩০ জুনের মধ্যে সমাপ্ত করার কথা থাকলেও নির্ধারিত সময়ে বেগম জহির উদ্দিন বালিকা প্রাথমিক বিদ্যালয়ে কাজ শুরু হয়নি।
জানা গেছে, ২৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০২৩-২৪ অর্থ বছরে মাইনর (ক্ষুদ্র) মেরামতের জন্য ১৫টি বিদ্যালয়ের বিপরীতে ২ লাখ টাকা করে ৩০ লাখ টাকা বরাদ্দ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
অনুসন্ধানে জানা গেছে, বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের এসব কাজ বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) মাধ্যমে করার কথা। কিন্তু অনেক বিদ্যালয়গুলোতে কেনাকাটা না করেই দোকান থেকে ফাঁকা ভাউচার সংগ্রহ করে। এর পর তাতে প্রাক্কলন (এস্টিমেট) অনুযায়ী লিখে বরাদ্দের টাকা তুলে নেয়।
শহিদুল ইসলামের দুর্নীতি ও অনিয়ম এবং টাকা আত্মসাতের সংবাদ ইত্তেহাদ নিউজে গত ৩০ মে প্রকাশিত হয়।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত