বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী রকিবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের পাহাড়


ইত্তেহাদ নিউজ : আর্থিক অনিয়ম, দুর্নীতি, সরকারি সম্পদ আত্মসাৎ ও ঠিকাদারদের প্রাণনাশের হুমকিসহ বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ প্রকাশিত হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর এই অভিযোগগুলো সম্প্রতি দাখিল করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নৌপরিবহন মন্ত্রণালয়ের নিয়মিত ঠিকাদার খন্দকার হেদায়েত ইসলাম তার প্রতিষ্ঠান ‘ইরেকটর্স’-এর হয়ে বিআইডব্লিউটিএর একটি দরপত্রের অনিয়ম নিয়ে গত ২১ এপ্রিল অভিযোগ করেন। অভিযোগের পরপরই তাকে প্রাণনাশের হুমকি ও মব সৃষ্টির ধমকি দেয়ার অভিযোগ উঠে। হেদায়েতুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, “আমি নিয়ম মেনেই অভিযোগ করেছিলাম। কিন্তু অভিযোগ তুলে নিতে আমাকে হুমকি দেওয়া হয়েছে। সরকারি কর্মচারী হয়ে কিভাবে কেউ ঠিকাদারকে ভয় দেখাতে পারে, এটা আমার বিচার চাওয়া।”
এ অভিযোগ নতুন নয়। ২০১৫ সালের ১৬ অক্টোবর মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ লিমিটেডের স্বত্বাধিকারী মো: নজরুল ইসলামও রকিবুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি ও সীমাহীন দুর্নীতির অভিযোগ মন্ত্রণালয়ে দাখিল করেছিলেন। তবে ওই সময়ের তদন্ত প্রতিবেদন কখনো প্রকাশ পায়নি।
প্রতিবেদন অনুযায়ী, রকিবুল ইসলাম তালুকদার ১৯৯৪ সালে সহকারী প্রকৌশলী হিসেবে বিআইডব্লিউটিএতে যোগদান করেন। ধাপে ধাপে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। আওয়ামী লীগের আমলে প্রভাবশালী মন্ত্রী-এমপিদের সাথে সখ্যতা গড়ে তুলে তিনি ড্রেজিং বিভাগে প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পান।
অভিযোগে বলা হয়েছে, রকিবুল ইসলাম তালুকদার ঘুষ, দুর্নীতি এবং বিভিন্ন প্রকল্পের কমিশনের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন। তার নামে এবং নিকট আত্মীয়ের নামে রয়েছে বহুতল ভবন, একরাধিক প্লট, শালবাগান, ফ্ল্যাট ও হাউজিং প্রকল্প। শেয়ার বাজারে বিনিয়োগ রয়েছে সাত কোটি টাকা। বিদেশে হুন্ডির মাধ্যমে শত শত কোটি টাকা পাচারের অভিযোগও উঠেছে।
ড্রেজিং বিভাগে ১০ বছর কর্মরত রকিবুল ইসলাম তালুকদার ৩৫টি ড্রেজার ও ২০০টি সহযোগী জাহাজের তেল চুরি, মেরামত না করা, ভুয়া বিল প্রণয়ন এবং বেসরকারি কনসালট্যান্টের মাধ্যমে প্রকল্পে অতিরিক্ত খরচের অভিযোগে জড়িত। দুর্নীতি দমন কমিশনও তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে।
সম্প্রতি ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাতারাতি তিনি নিজের অবস্থান ভোল পাল্টিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে মিশে বহাল তবিয়তে রয়েছেন। রকিবুল ইসলাম তালুকদারের সঙ্গে যোগাযোগের জন্য তার মোবাইল নম্বরে বারবার কল করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।
এই ঘটনা দেশে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অশুভ দিক সামনে নিয়ে এসেছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।