বরিশাল অফিস : বরিশালের মুলাদীতে পারিবারিক বিরোধের জের ধরে দুই ভাই লোকজন নিয়ে এক ভাইয়ের চোখ তুলে নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা গেছে, একজনকে আঙুল দিয়ে রিপন ব্যাপারীর বাম চোখ তোলার চেষ্টা করতে দেখা যায়। এ সময় একজন পুরুষকে রিপনের পা ও শরীর চেপে ধরতে দেখা যায়। এছাড়া এক নারীর হাতে একটি উৎপাটিত চোখ এবং এক নারীকে রিপনের মুখমণ্ডলে মারধর করতে দেখা যায়।
রিপন ব্যাপারী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের আর্শেদ ব্যাপারীর সেজো ছেলে। গত ২২ আগস্ট শুক্রবার রাতে রিপনের মেজো ভাই রোকন ব্যাপারী ও ছোটভাই স্বপন ব্যাপারী লোকজন নিয়ে তার দুই চোখ তুলে নেয় বলে জানান স্থানীয় বাসিন্দারা।ওই সময় রিপনের বাবা উপস্থিত ছিলেন এবং উৎপাটিত চোখ তার হাতে দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় গত ২৫ আগস্ট রিপনের স্ত্রী নূরজাহান বেগম বাদী হয়ে স্বপন ব্যাপারী, রোকন ব্যাপারী, আর্শেদ ব্যাপারীসহ ৮ জনকে আসামি করে বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি গ্রহণ করে মুলাদী থানাকে প্রাথমিক তথ্য প্রতিবেদন (এফআইআর) করার নির্দেশ দিয়েছেন বলে জানান আদালতের সরকারি কৌঁসুলি নাজিম উদ্দিন পান্না।
রিপন ব্যাপারীর ছেলে মো. শাহিন ব্যাপারী বলেন, তার মেজো চাচা রোকন ব্যাপারীর কাছে টাকা ও স্বর্ণালংকার গচ্ছিত রেখেছিলেন তার বাবা। এছাড়া জায়গা-জমি নিয়েও কিছুটা বিরোধ ছিল। ওই বিরোধ মেটাতে চাচারা তার বাবাকে সংবাদ দিয়ে ঢাকা থেকে বাড়িতে ডেকে নেন। গত শুক্রবার বিকালে তার বাবা রিপন ব্যাপারী বাড়িতে পৌঁছলে চাচাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। বিরোধ মেটাতে শনিবার সকালে এলাকায় সালিশ বৈঠকের কথা ছিল; কিন্তু রাতে তার দুই চাচা লোকজন নিয়ে রিপন ব্যাপারীর চোখ তুলে নিয়েছেন।
শাহিন ব্যাপারী আরও বলেন, কে বা কারা ভিডিও করেছেন তা জানেন না তিনি। ভিডিওতে রিপনের বুকে চেপে যাকে আঙুল দিয়ে বাম চোখ উৎপাটন করতে দেখা গেছে তিনি রোকন ব্যাপারী। রিপনের পা চেপে ধরা ব্যক্তি স্বপন ব্যাপারী। যার হাতে উৎপাটিত একটি চোখ ছিল তিনি রোকন ব্যাপারীর স্ত্রী নুরুন্নাহার বেগম এবং তার মেয়ে সুবর্ণা আক্তার মারধর করেছেন।
চোখ তুলে নেওয়ার পরে স্থানীয় লোকজন রিপনকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার সকালে তাকে ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে ভর্তি করা হয়।
বাবাকে নিয়ে চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় থানায় মামলা করতে পারেননি বলে জানান শাহিন। তবে তার মা নূরজাহান বেগম বাদী হয়ে ৮ জনকে আসামি করে বরিশাল আদালতে মামলা করেছেন।
এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, বরিশাল আদালত থেকে বাদীর লিখিত আবেদনের অনুলিপি ও বিচারকের আদেশ থানায় পৌঁছার পরে বুধবার বিকালে মামলা করা হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশের দুটি দল নাজিরপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত