অনলাইন ডেস্ক : সুস্থ থাকুন কিংবা অসুস্থ থাকুন, সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন বহুল চর্চিত চিত্রনায়িকা পরীমনি। কখনো রহস্যময় স্ট্যাটাস, কখনো বা খোলামেলা মন্তব্য কিংবা ছবি পোস্ট করায় বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি। এবারও ঠিক তেমনি এক চমক দিলেন পরী। সহকর্মী গোলাম হোসেনের সঙ্গে একটি ভিডিও শেয়ার করায় আবারও নতুন করে আলোচনার জন্ম দেন এই নায়িকা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন পরীমনি। শেয়ারকৃত সেই ভিডিওতে দেখা যায়, ‘সহকর্মী ও কস্টিউম ডিজাইনার মো. গোলাম হোসেনের কাঁধে হাত রেখে হাসছেন ও পোজ দিচ্ছেন পরী। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সুরেলা সংগীত, আর ক্যাপশনে লিখেছেন, ‘ভাই’।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই পরীকে নিয়ে ট্রল করছেন নেটিজেনরা। অনেকে মন্তব্য করছেন, ‘ভাই ডাকার পরও এতটা ঘনিষ্ঠ পোজ কেন?’ কেউ কেউ আবার দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করেছেন। যদিও এ বিষয়ে এখনো নীরবতা ভাঙেননি পরীমনি। সহকর্মীর সঙ্গে পরীর এমন খুনসুটি নতুন কিছু নয়। এর আগেও গোলাম হোসেনের হাত আলিঙ্গনের ভঙ্গিতে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করেছিলেন এই নায়িকা এবং ক্যাপশনে লিখেছিলেন, হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি। সেই ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় ভক্তদের মধ্যে।
পরে এ প্রসঙ্গে পরীমনি বলেন, এটি শুধুই ভক্তদের চমক দেওয়ার জন্য করা একটি ‘প্র্যাংক’। পরীমনির সহকর্মী এবং কস্টিউম ডিজাইনার হওয়ায় নায়িকা যেখানেই যান, সেখানেই উপস্থিত থাকেন গোলাম হোসেন। যার কারণে এমন ঘটনা বারবার আলোচনায় উঠে আসে সোশ্যাল মিডিয়ায়।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত